পর্যটক শূন্য মুকুটমণিপুরে বন্ধ দোকানপাট, আর্থিক সঙ্কটে বহু রোজগেরে মানুষ

0
68

বাঁকুড়া: করোনাই এখন সমস্ত কিছুর কাল হয়ে দাঁড়িয়েছে। মানুষের প্রাণ তো কাড়ছেই সেই সঙ্গে বহু মানুষের জীবিকা নির্বাহের পথকেও বন্ধ করে দিয়েছে। লকডাউনের কারণেই এখন বন্ধ পর্যটন শিল্প। আগে প্রাণ তারপর তো ঘুরে বেড়ানোর চিন্তা। ঠিক এই কারণেই বাড়ির বাইরে পা রাখতে চাইছেন না কেউই। মানুষ ঘরের  বাইরে পা না রাখাতেই ‘পর্যটক শূন্য’ মুকুটমণিপুর।

‘পর্যটক শূন্য’ মুকুটমণিপুর এই ছবিটার সঙ্গে একদমই পরিচিত ছিলেন না স্থানীয় মানুষরা। কিন্তু ‘করোনা’ নামক ভিলেনের সৌজন্যে এই ছবিটাই এখন বাস্তব। জনমানব শূণ্য ‘বাঁকুড়ার রাণী’। বন্ধ একের পর এক দোকান। বন্ধ নৌকা চলাচল। জল, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে ফি বছর অসংখ্য পরিযায়ী পর্যটক বাঁকুড়া আসতেন। ছুটির দিন গুলিতে মুকুটমনিপুরের বুকে তিল ধারণের জায়গা থাকতোনা। ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের ‘ডেস্টিনেশান’ যখন হয়ে উঠছে এই মুকুটমণিপুর। দু-এক দিনের ছুটি পেলেই যেখানে মানুষ বেড়িয়ে পড়ত ঠিক তখনই সব এলোমেলো করে দিল করোনার উপস্থিতি।

- Advertisement -

লকডাউনে সমস্ত কিছু বন্ধ থাকায় বন্ধ রোজগারের পথ। ফলে চরম সমস্যায় অসংখ্য প্রান্তিক মানুষ। একই অবস্থা হোটেল ব্যবসায়ীদেরও। পর্যটন শিল্পকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। পর্যটকদের অনুপস্থিতিতে এখন তালাবন্ধ দোকান তাতেই বন্ধ রোজগারের রাস্তা। সবমিলিয়ে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মুকুটমণিপুরের পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা মানুষগুলির জীবন।