Road Accident: শীতের দিনে দুর্ঘটনা রুখতে পুলিশের নয়া উদ্যোগ, রাত ১২টা থেকে ভোর ৫টা, চালানো যাবে না দূরপাল্লার লরি

0
107

জলপাইগুড়ি: শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যে। এই সময় রাতে কুয়াশার দাপট অনেকটাই থাকে। যার জেরে দৃশ্যমানতা থাকে কম। আর তাই শীতের রাত ও ভোরে দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে শীতের দিনে কুয়াশার কারণে একাধিক দুর্ঘটনার কথা সামনে এসেছে। শীতকালীন এই দুর্ঘটনা রুখতেই পুলিশের তরফে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Gita: এবার থেকে স্কুলের পাঠ্যে থাকবে গীতা, জীবন গঠনে ‘শ্লোক’ পাঠ শেখানোর অভিনব নির্দেশ মুখ্যমন্ত্রীর

- Advertisement -

শীতকালীন দুর্ঘটনা এড়াতে রাতের বেলা দূরপাল্লার পণ্যবাহী লরি চলাচল বন্ধ করল ট্রাফিক পুলিশ। পুলিশের তরফ থেকে রীতি মত অনুরোধ করা হয়েছে, রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দূরপাল্লার কোনও লরিই চলাচল না করে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণও। আগামী দিনেও এইরকম কর্মসূচি পালন করা হবে বলে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি অভিজিৎ সিনহা জানিয়েছেন।

আরও পড়ুনঃ ধমকে চমকে মানুষকে ভোট করানো যাবে না, সতর্ক করলেন Dilip Ghosh

এদিকে এই উদ্যোগে শনিবার ধূপগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের তরফ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে একাধিক কর্মসূচি পালন করা হয়। গাড়ি গুলি সামনে ও পেছনে রিফ্লেক্টর স্টিকার আটকানো দেওয়া হয়েছে। এর ফলে কোনও গাড়ি দাঁড়িয়ে থাকলে দূর থেকে চলন্ত গাড়ির আলো সেটিতে পড়লে চকচক করবে। যার জেরে দুর্ঘটনার সম্ভাবনা খানিকটা হলেও কম থাকবে বলে মনে করা হচ্ছে।

শনিবার ভোর বেলা থেকেই ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা ডুয়ার্স। একই অবস্থা ছিল ধূপগুড়ি শহর ও ডুয়ার্সের একটা বড় অংশে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিলো যে সামান্য দূরে থাকা বস্তুও খালি চোখে দেখা যাচ্ছিল না। গাড়িগুলিকে সকালবেলাতেও লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছিল। তাই সতর্ক এবং সচেতন পুলিশ-প্রশাসন। সেই কারণেই আগেভাগেই তারা বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করছেন।