আইসিএসই পরীক্ষায় তাক লাগানো ফল করল নদিয়ার শুভদীপ

0
980

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: করোনা আবহে মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল আইসিএসই পরীক্ষা৷ এরপর অবশেষে প্রকাশিত হল দশম শ্রেণির ফলাফল৷ রানাঘাট ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভদীপ সরকার পরীক্ষায় ৯৯ শতাংশ নাম্বার পেয়েছে৷ পরীক্ষায় সফল হওয়ার পর অভিনন্দন জোয়ারে ভাসল।

বাবা চিকিৎসক সুদীপ্ত সরকার রানাঘাট ২ নম্বর ব্লকের গ্রামীণ হাসপাতালে কর্মরত। মা শুক্লা সরকার গৃহবধূ আদি বাড়ি নবদ্বীপে। বর্তমানে রানাঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে থাকেন। সে রানাঘাট কনভেন্ট অফ জেসাস মেরি স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল।

- Advertisement -

বাড়িতে অভিনন্দন পাওয়ার সঙ্গে সঙ্গে জানালো সারা দিনে ছয় থেকে সাত ঘণ্টা পড়াশোনা করেছে সে। তার সাফল্যের পেছনে স্কুলের শিক্ষক, গৃহ শিক্ষক, মা, বাবা, দাদুর অবদান সব থেকে বেশি। অবসর সময় শুভদীপ সিন্থেরাইজার বাজানো ও ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে।

তাঁর প্রিয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। বাবা সুদীপ্ত সরকার ছেলের এই ফলাফলে যথেষ্ট খুশি। তিনি বলেন, ‘‘সারাদিন আট থেকে ন’ঘন্টা পড়ত। ভালো রেজাল্ট করবে এটা আশা করেছিলাম৷ আগামী দিন কি নিয়ে পড়বে সেটা শুভদীপ এর বিষয়। ওর যেটা ভাল লাগবে সেটাই করবে।’’

প্রতিবেশী আলোক কুমার রায় জানান, খুবই ভালো ছেলে সব সময় পড়াশোনার মধ্যেই থাকত। এছাড়া গান, বাজনা, নাটক সহ বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের মধ্যে ওকে দেখা যেত। শুভদীপের প্রাপ্ত নম্বর ইংরেজীতে ৯৬, অঙ্কে ১০০, কম্পিউটার ১০০, ইতিহাস-ভূগোলে ১০০, বিজ্ঞানে ৯৯ মোট ৪৯৫। ৫০০-এর মধ্যে সে ৪৯৫ নম্বর পেয়েছে।