করোনা পরীক্ষার জন্য সুইৎজারল্যান্ড থেকে বিশেষ যন্ত্র আসছে রাজ্যে

0
735

কলকাতা: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই আরও বেশি করে করোনা পরীক্ষা করানো জরুরী আর সেই কারণেই সুদূর ইউরোপ থেকে অত্যাধুনিক যন্ত্র নিয়ে আসা হচ্ছে। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

এই নতুন অত্যাধুনিক আসলে দিনপ্রতি এক লক্ষ নমুনা পরীক্ষা করা যেতে পারে। মে মাসে এই যন্ত্রের অর্ডার দেওয়া হয়েছিল। ১৫ অগাস্টের মধ্যে সুইৎজারল্যান্ড থেকে সেই যন্ত্র স্বাস্থ্য ভবনে চলে আসবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের হাতে ইতিমধ্যে এই যন্ত্র পাঁচটি রয়েছে। একটা যন্ত্র ব্যবহার করছে কলকাতার নাইসেড।

- Advertisement -

৬৮০০/৮৮০০ সিস্টেমে নমুনা পরীক্ষা করবে এই যন্ত্র। এই যন্ত্র দিনপিছু চার হাজার নমুনা পরীক্ষা করতে পারে। অর্থাৎ রাজ্যের বরাত হাতে আসলে অতিরিক্ত আট হাজার নমুনা একদিনে করা যাবে। উল্লেখ্য, রাজ্যজুড়ে এখন প্রতিদিন ৫০টি ল্যাবে ১০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এই অত্যাধুনিক মেশিনের দাম তিন কোটি টাকা। এই একটা মেশিনে ৫০ হাজার টেস্ট কিট থাকে।

এই যন্ত্রের বিষয়ে স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের কয়েকজন এই যন্ত্রের ব্যাপারে ওয়াকিবহাল। কয়েকজন কর্মী আছে নাইসেডে তাঁরাও কোবাস সিস্টেম সম্বন্ধে ওয়াকিবহাল। পাশাপাশি ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে প্রশিক্ষণ নিচ্ছেন কয়েকজন। এই যন্ত্র আসলে কার্যকরী নমুনা পরীক্ষার খরচও অনেক কমে যাবে।

কোবাস সার্স-কোভ-২ হল রিয়েল-টাইম রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর)। এই মেশিনটি নাসোফেরেঞ্জিয়াল এবং অ্যারোফেরেঞ্জিয়াল সোয়াব নমুনাগুলি থেকে সংক্রমণ সনাক্ত করার জন্য কোবাস ৬৮০০/৮৮০০ সিস্টেমে গুণগত পরীক্ষার জন্য উদ্দিষ্ট। এছাড়া এই যন্ত্রটি  বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত।