ট্রাক ও এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বরাত জোরে রক্ষা পেল রেলকর্মীরা

0
68

খাস খবর ডেস্ক: বরাত জোরে বড়সড় দূর্ঘটনা থেকে রেহাই মিলল। সাঁতরাগাছি কারশেডের কাছে মালপত্র ভর্তি ট্রলিতে ধাক্কা মারল দুরন্ত গতিতে ছুটে আসা আপ ইস্টকোস্ট এক্সপ্রেস। ট্রলি ছেড়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচলেন রেলকর্মীরা। দুর্ঘটনার জেরে আধঘন্টারও বেশি সময় অপেক্ষার পরে ইঞ্জিন বদলান হল। আবার যাত্রা শুরু হল ইস্টকোস্ট এক্সপ্রেসের।

স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ, সাঁতরাগাছি কারশেডের ভেতর থেকে কিছু মালপত্র নিয়ে একটি ব্যাটারি চালিত ট্রাক রেললাইন পার হওয়ার সময়ে আপ লাইনের ওপরেই খারাপ হয়ে যায়।

- Advertisement -

আরও পড়ুন: অনাস্থা প্রস্তাব এনে আবারও শাসকদলের দাপটে নিশ্চিহ্ন হল পদ্ম

সেইসময় ওই ট্রাকের সঙ্গে থাকা রেলকর্মীরা অনেক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইন থেকে সরাতে পারেননি। হঠাৎই আপ লাইনে দ্রুত গতিতে এগিয়ে আসছিল ইস্টকোস্ট এক্সপ্রেস। নিজেদের প্রাণ বাঁচাতে রেলকর্মীরা গাড়িটিকে ছেড়ে, নিজেরা সরে যান। এক্সপ্রেস ট্রেনটি ব্যাটারি ট্রাকটিকে ধাক্কা মারলে সেটি ইঞ্জিনের সঙ্গে আটকে যায়।

কিছুটা দূর যাওয়ার পর দাঁড়িয়ে যায় ইস্টকোস্ট এক্সপ্রেস। সেখানে গ্যাসকাটার দিয়ে কেটে ইঞ্জিনের সঙ্গে আটকে যাওয়া ট্রাকটিকে বার করা হয়। নতুন ইঞ্জিন লাগিয়ে প্রায় ৩৫মিনিট পরে ইস্টকোস্ট এক্সপ্রেস আবার নিজের যাত্রা পথ শুরু করে।