Municipal Election: বহিষ্কৃত হওয়ার জবাব, শাসককে হারিয়ে জয়লাভ নির্দলদের

0
82
municipal election independent candidates challenging TMC winning in multiple wards

খাস খবর ডেস্ক: রবিবার ১০৮ টি পুরসভা নির্বাচন (municipal election) হওয়ার পর বিশেষজ্ঞরা বলেছিলেন, কার্যত একপেশে ভাবেই জিতবে শাসক দল তৃণমূল কংগ্রেস। জয় কার্যত একপেশেই। জয়ের উচ্ছ্বাসে ইতিমধ্যেই উৎসব শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এখনও পর্যন্ত ৮১ টি ওয়ার্ডের গণনা শেষে ৮০ টি ওয়ার্ড তৃণমূলের দখলে। তবে জয়ের এই উৎসবেও ভাটা হয়ে দাঁড়াচ্ছে নির্দল প্রার্থীরা। একাধিক ওয়ার্ডে জয় ছিনিয়ে নিয়েছেন নির্দল প্রার্থীরা (independent candidates)।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:  https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

পুরভোটে (municipal election) তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর টিকিট না পেয়ে দল ছেড়ে নির্দল হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় একাধিক তৃণমূলের নেতা। শাসক দল সকলকেই হুঁশিয়ারি দিয়ে ভোট থেকে সরে দাড়াতে বলে। তার পরোয়া না করেই ভোটে দাঁড়ায় নির্দল প্রার্থীরা। কড়া পদক্ষেপ নিয়ে নির্দলদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এবার ভোটবাক্সে এর কড়া জবাব দিল নির্দল প্রার্থীরা। এক বহিষ্কৃত নেতা ভোটে শাসক দলের প্রার্থীকেই হারিয়ে একটি ওয়ার্ডে জয় পেলেন। কোচবিহারের ২ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তথা নিজের মা’কেই ভোটে হারিয়ে জয়ী হলেন নির্দল প্রার্থী।

আরও পড়ুন: একপেশে জয় শুধুই সময়ের অপেক্ষা, সবুজ আবির নিয়ে উৎসবে মেতেছে তৃণমূল

দক্ষিণ দমদম পুরসভার ১৫ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী দেবাশিষ বন্দ্যোপাধ্যায় ৪৯৯৩ ভোটে জয়ী। দক্ষিণ দমদম ৯ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী প্রায় ৮০০ ভোটে এগিয়ে রয়েছেন। কৃষ্ণনগর পুরসভার চারটি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী। ১ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী অসিত সাহা। ৪ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী অসীম কুমার বিশ্বাস জয়ী। ১৬ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী সুমিত ঘোষ জয়ী। বিষ্ণুপুর পুরসভার নির্দল প্রার্থী জয়ী তিনটি ওয়ার্ডে। বাঁকুড়া পুরসভায় নির্দলরা জয়ী তিনটি ওয়ার্ডে। কান্দি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জরাপাতা প্রতীকে নির্দল প্রার্থী ঋতুপর্ণা দাস ১৬৮ ভোটে জয়ী।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:  https://www.facebook.com/khaskhobor2020