একপেশে জয় শুধুই সময়ের অপেক্ষা, সবুজ আবির নিয়ে উৎসবে মেতেছে তৃণমূল

0
102

খাস খবর ডেস্ক: রাজ্যজুড়ে পুরভোটের গণনা চলছে। সকাল ৮ টা থেকে ১০৮ টি পুরসভার ভোট গণনা শুরু হয়েছে। গণনার শুরু হতেই রমরমা শাসক দল তৃণমূল কংগ্রেসের। ভোট গণনার ১ ঘণ্টা কাটতে না কাটতেই একাধিক পুরসভা তৃণমূলের দখলে যাচ্ছে। গুসকরা, মেখলিগঞ্জ, রঘুনাথপুর, চন্দ্রকোণা, রামপুরহাট, বোলপুর, হলদিবাড়ি মিলিয়ে মোট ২৫ টি পুরসভা ইতিমধ্যেই শাসক দলের দখলে গিয়েছে। এখনও পর্যন্ত ৮১ টি ওয়ার্ডের গণনা শেষে ৮০ টির দখল নিল তৃণমূল। একটিতে জয়ী নির্দল প্রার্থী।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:  https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

জেলায় জেলায় উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। উড়ছে সবুজ আবির। জয়ের উচ্ছ্বাসে নাচ গান করে উৎসব শুরু করে দিয়েছে তৃণমূল। আগের রাত থেকেই বিক্রি বেড়েছে সবুজ আবিরের। ব্যবসায়ীরা বলছেন, যতটা আশা করেছিলেন তার চেয়ে বহুগুণ বেশি সবুজ আবির বিক্রি হচ্ছে৷ স্বভাবতই, অসময়ের লক্ষ্মীলাভে মুখের হাসি চওড়া হয়েছে ব্যবসায়ীদের৷ বস্তার পর বস্তা সবুজ আবির এদিন সকালের পর বিক্রি হয়ে গিয়েছে৷ চাহিদা দেখে আরও আবির আনাচ্ছেন গঞ্জের ছোট ব্যবসায়ীরা৷ আচমকা আবিরের এহেন চাহিদা দেখে ব্যবসায়ীরা বলছেন, ভোটের ফল উপলক্ষ্যে যে পরিমাণ আবির বিক্রি হয়েছে তা হোলির সময়কেও হার মানাবে৷

আরও পড়ুন: সবুজ ঝড় অনুব্রত গড়ে, বীরভূমের পাঁচটি পুরসভা দখল নিল তৃণমূল

রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর গড়ে হারল বিজেপি প্রার্থী। উত্তর কাঁথিতে তৃণমূলের কাছে হারলেন বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। প্রায় ৩১ বছর পর অধিকারী পরিবারের হাত থেকে পুরসভার দখল ছিনিয়ে নিল অন্য দল। বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর গড় হিসাবেই পরিচিত কাঁথি। সেখানেই এবার থাবা বসালো তৃণমূল। এই জয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্ছ্বাস। কাঁথি পুরসভায় কেবল ১০ ও ১৭ নম্বর এই দুটি ওয়ার্ডে জয়ী হতে পেরেছে বিজেপি।

আরও পড়ুন: অধিকারী গড়ে ফুটল ঘাসফুল, কাঁথি পুরসভা দখল নিল তৃণমূল

ভোট গণনার শুরু থেকেই জয়ের ধারা বজায় রেখেছে শাসক দল কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে হচ্ছে ভোটগনণা। সুরক্ষা বজায় রাখাতে সমস্ত গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তবে নিরাপত্তা বজায় থাকলেও ভোটের দিন চোখে পড়েছে একাধিক সন্ত্রাসের চিত্র। কোথাও বিরোধীকে মারধর, কোথাও ছাপ্পা ভোট, ভুয়ো ভোটার। শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিল বিরোধীরা। তা সত্ত্বেও বিরোধীদের মাত দিয়ে জয়ী হচ্ছে তৃণমূল। পূর্ণ জয় ঘোষণা কেবলই সময়ের অপেক্ষা।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:  https://www.facebook.com/khaskhobor2020