Mukul Roy: “ওর নিজের ছেলেও নেই ওর পাশে, মুকুল রায় পাগল”

0
66
prasun on mukul roy

হাওড়াঃ “মুকুল রায় (Mukul Roy)  সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। ওর সঙ্গে তো পাঁচটা ছেলেও নেই। ওর নিজের ছেলেও নেই।” কটাক্ষ তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন :Recruitment Scam: ‘‘অয়ন শীল কে?” ভরা আদালতে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

- Advertisement -

হাওড়ার বাঁকড়ায় ইফতার পার্টিতে যোগদান করেন প্রসূন। সেখানেই তৃণমূল নেতা প্রসূন মুকুল রায়কে নিশানা করেন। পাশাপাশি প্রসূনের দাবি, “মুকুল রায়কে সবই দিয়েছেন দিদি (মমতা)। দলের রস খেয়েই বিজেপিতে গেছেন মুকুল-শুভেন্দু।“

ইফতার পার্টি

আরও পড়ুন :Weather Update রাজ্যবাসীর জন্য সুখবর, আর কিছুক্ষণের মধ্যে স্বস্তির বৃষ্টি

আরও পড়ুন :সরকারি হাসপাতালে চিকিৎসকে ঘাটতি, বড় পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

প্রসঙ্গত সম্প্রতি মুকুল রায়ের (Mukul Roy) দিল্লি যাওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। কলকাতা বিমানবন্দরের বাইরে দেহরক্ষীদের ফেলে রেখেই দিল্লি পাড়ি দেন মুকুল। মুকুল পুত্র শুভ্রাংশু জানান তিনি তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তবে কী ফের বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড কম্যান্ড? উল্লেখ্য ২০২১ রাজ্যের বিধানসভা ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়। এরপরই তাঁর বিধায়ক পদ নিয়ে শুরু হয় টানাটানি। বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি করতে থাকে। অবশেষে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন মুকুল বিজেপির বিধায়ক। পরে স্পিকারের সুরে সুর মেলাতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।