সরকারি হাসপাতালে চিকিৎসকে ঘাটতি, বড় পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

0
45

খাস প্রতিবেদন: মহকুমা থেকে জেলা, এমনকি কলকাতা শহরের সরকারি হাসপাতালগুলিতেও ক্রমেই বাড়ছে চিকিৎসকের ঘাটতি৷ চলতি বছরে নতুন করে অবসর নিতে চলেছেন বেশ কয়েকজন সরকারি চিকিৎসক৷ এমন অবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসক ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ গ্রহণ করল স্বাস্থ্যভবন৷ স্বাস্থ্যভবন সূত্রে খবর: রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে চিকিৎসকদের নিয়োগ ও অবসরের বয়স বাড়ানো হচ্ছে৷

রাজ্য স্বাস্থ্য দফতরের এক পদস্থ আধিকারিক খবরের সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ‘‘ এতদিন চুক্তিভিত্তিক চিকিৎসকদের চাকরির বয়সসীমা ছিল ৬২৷ এখন থেকে সেটা বাড়িয়ে নিয়োগ ও অবসরের সময় সীমা করা হচ্ছে ৬৭। একইভাবে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের পুনর্নিয়োগের বয়স ৬৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭০। এর ফলে সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি কিছুটা হলেও মেটানো সম্ভব হবে৷’’

- Advertisement -

যদিও চিকিৎসকদের একাংশ পরিস্থিতির জন্য রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের কিছু নীতিকেই দুষছেন৷ তাঁদের কথায়, নাম কা ওয়াস্তে ঝাঁ চকচকে ভবন তৈরি করে দেওয়া হয়েছে৷ অথচ হাসপাতালগুলিতে পরিকাঠামোগত সমস্যা যেমন রয়েছে তেমন কাজ করার সুষ্ঠু পরিবেশও নেই৷ কোথাও রাজনৈতিক দাদাগিরি তো কোথাও রোগীদের পরিবারের উৎপাত৷ এমন একাধিক কারণে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যেতে আগ্রহ হারাচ্ছেন চিকিৎসকদের একাংশ৷ আরেকটি অংশের মতে, স্থায়ী নিয়োগের পরিবর্তে যেভাবে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই সরকার চলছে, তাতে অন্যান্য সেক্টরের মতোই স্বাস্থ্যে ক্ষেত্রেও আগামীদিনে সমস্যা আরও প্রকট হবে৷

আরও পড়ুন: শুভেন্দু আসলে কি বাজার গরম করা টুইটার নেতা, জবাব দিলেন নিজেই

আরও পড়ুন: সাবধান, ভয়ঙ্কর হয়ে উঠছে প্রকৃতি, কৃষ্ণচূড়া গাছের ফুলই তার প্রমাণ