উন্নয়নের ছুঁতো দেখিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

0
49

চাঁচল: চাঁচল পঞ্চায়েতে থমকে গিয়েছে উন্নয়নের গতি। এককভাবে পঞ্চায়েতের কাজ দেখাশোনা করছেন প্রধান। এবার সেই প্রধানের বিরুদ্ধে উন্নয়নের কাজ না করার অভিযোগ তুললেন দলের সদস্যরা। এমনকি, দলীয় নেতৃত্ব ও বিডিওর কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

সূত্রের খবর, মতিহারপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১৯ টি আসনের মধ্যে সাতটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে। আটটি আসন দখল করেছে কংগ্রেস। চারটি আসন বামেদের দখলে যায়। কংগ্রেসের চারজন সদস্য তৃণমূলে যোগদান করায় বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। প্রধান নির্বাচিত হন কংগ্রেসের পপি দাস।

- Advertisement -

সেই প্রধানের বিরুদ্ধে উন্নয়নের কাজ না করার অভিযোগ তুললেন উপপ্রধান সহ দলের ১০ জন সদস্যরা। জেলা নেতৃত্বকেও পুরো বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের। এমনকি ব্লক উন্নয়ন আধিকারিকের কাছেও প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা।

আরও পড়ুন: অপরিশোধিত তেলের দর কমলেও পেট্রোপণ্যের মূল্য হ্রাসের প্রতীক্ষায় আমজনতা

উপ-প্রধানের অভিযোগ তৃণমূল সদস্যদের গুরুত্ব না দিয়ে কংগ্রেস সদস্যদের নিয়ে কাজ করছেন প্রধান। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন প্রধান পপি দাস।

নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। এদিকে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা জানিয়েছেন, দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে পঞ্চায়েতের সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে, গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলে কটাক্ষ করেছে বিজেপি।