বৈদ্যুতিক তারে হনুমানের লাফালাফি, লঙ্কা কাণ্ড বাঁধল নদিয়ার পাট গুদামে

0
26
Lanka kanda

নদিয়া: হনুমানের লঙ্কা কাণ্ডে রাবণের কি হাল হয়েছিল, সেটা কারও অজানা নয়৷ তবে কলিযুগে নতুন করে হনুমানের লঙ্কা কাণ্ডের (Lanka kanda) মুখোমুখে হয়ে কার্যত মাথায় হাত এক পাট ব্যবসায়ীর৷ হনুমানের লাফালাফিতে শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি ঝরে ভস্মীভূত পাটের গুদাম৷ নদিয়ার শান্তিপুরের বড়বাজার সংলগ্ন এলাকার ঘটনা৷

প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গুদাম মালিকে ওয়াসিম মণ্ডলের৷ আজ সকালে হঠাৎ তিনি খবর পান তার পাটের গুদামে আগুন লেগেছে৷ তৎক্ষণাৎ পড়ি মরি করে ছুটে আসেন তিনি। খবর দেন শান্তিপুর দমকল অফিসে৷ ঘটনাস্থলে আসে আগুন নেভানোর একটি ইঞ্জিন৷ বেশ খানিকটা সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন দমকলবাহিনীর কর্মীরা।

- Advertisement -

গুদাম মালিক ওয়াসিম মন্ডলের দাবি, ‘‘পাটের গুদামের চালার উপরে বৈদ্যুতিক তারে লাফালাফি করছিল বেশ কিছু হনুমান। সেখানেই তারে ঘষাঘষি হয়ে আগুনের ফুলকি ছিটকে তার গুদামে আগুন লাগে৷’’ তবে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে না পোঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত বলেই জানিয়েছেন ওই ব্যবসায়ী৷ বস্তুত, হনুমানের লাফালাফির জেরে পাটের গুদামে আগুন ধরে যাওয়ায় সাত সকালে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷ কারণ, গুদামের আশেপাশে রয়েছে বসতি৷ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা৷ আগুন নিভলেও সকলের মুখে মুখে ঘুরছে, হনুমানের সেই লঙ্কা কাণ্ডের (Lanka kanda)  কথা!

আরও পড়ুন: এসএসকেএম-কাণ্ডের জের: জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর