আমরাও আম আদমি! ডাক্তার দেখাতে লাইনে দাঁড়ালেন মন্ত্রী

0
40
minister at hospital outdoor

খাসডেস্কঃ হাসপাতালের আউটডোরে (Hospital Outdoor) লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখালেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন আর পাঁচ জন রোগীর মতো লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন :Road Accident: গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন ৩ বাইক আরোহী, ভিআইপি রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা

- Advertisement -

বাইরে বেরোলেই প্যাঁচপ্যাঁচে গরম। বিগত কয়েকদিনের প্রবল গরমে রীতিমত নাভিশ্বাস ওঠার জোগাড়। দলীয় কাজে বাইরে না বেড়িয়ে তো উপায় নেই। রোদে বেড়িয়ে শরীরটা বেশ খারাপ। তাই সটান হাসপাতালে চলে এলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। আউটডোরের লাইনে দাঁড়িয়ে পড়লেন আর পাঁচ জনের সঙ্গে।

আরও পড়ুন :প্রকাশ্যে অটো নিয়ে চম্পট চোরের দল, জয়নগরের ঘটনার কিনারা করল বারুইপুর থানার পুলিশ

আরও পড়ুন :Mukul Roy: “ওর নিজের ছেলেও নেই ওর পাশে, মুকুল রায় পাগল”

এদিন হাসপাতাল (Hospital Outdoor) থেকে বেরিয়ে এসে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ” অসুস্থ হলে সরকারি হাসপাতালে চিকিৎসা করান। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এখন প্রতিটি সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিকাঠামো আছে। মুখ্যমন্ত্রী নিজে পর্যবেক্ষণ করেন। “প্রসঙ্গত কয়েকদিনের প্রবল দাবদাহে পুড়েছে গোটা বাংলা (Weather Update)। বাইরে বেরোতেই রীতিমত ছ্যাঁকা লাগছিল গায়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়েছে রেকর্ড গরম। ৪০ এর গণ্ডি পেরিয়ে ৪৫ ছুঁইছুঁই পারদের ওঠানামা। অসুস্থ হচ্ছেন বহু মানুষ। বিশেষ করে গরমে স্কুলফেরত শিশুদের অনেকেই অসুস্থ হচ্ছে। তারকেশ্বর ও চাকলায় চার পুণ্যার্থীর মৃত্যু পর্যন্ত হয়েছে মারাত্মক গরমের ছোবলে।