‘মমতা বাঘিনী, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব কুকুর’: বিতর্কে তৃণমূলের শ্রমিক নেতা

0
47

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী ছিল আর বাঘিনী থাকবে৷ আর বিজেপি, সিপিএম, কংগ্রেস সব কুকুর৷ সাগরদিঘির ফলের পর সব কুকুর এক হয়ে গিয়েছে। সম্প্রতি বাঁকুড়ার ওন্দায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি থেকে ঠিক এই কুরুচিকর ভাষাতেই বিরোধীদের আক্রমণ করেছেন তৃণমূলের বাঁকুড়ার শ্রমিক নেতা শ্যামসুন্দর দত্ত৷ ইতিমধ্যে ভাইরাল শাসকদলের শ্রমিক নেতার ওই ভিডিও৷ যাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতির অন্দরে৷ রাজনীতিকদের মুখের ভাষা নিয়ে ফের শুরু রয়েছে চর্চা৷

স্থানীয় সূত্রের খবর, গত শুক্রবার ওন্দার পুনীশোল গ্রামে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীতে যোগ দিয়েছিলেন তৃণমূলের বাঁকুড়ার শ্রমিক নেতা শ্যামসুন্দর দত্ত৷ সেখানেই এই কুরুচিকর মন্তব্য করেন তিনি৷ প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদিঘি উপনির্বাচনের তৃণমূলের পরাজয় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা হেরে গিয়েছি ঠিকই কিন্তু বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বাম, রাম সব কুকুরগুলোকে এক করে দিয়েছি। এটার নামই তৃণমূল কংগ্রেস৷’’

- Advertisement -

একই সঙ্গে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘিনী’র সঙ্গে তুলনা করে তাঁর দাবি, ‘‘সবাই এক হয়ে যাক ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী ছিল, বাঘিনীই থাকবেন’। তবে সাধারণ মানুষকে ‘দিদি’র হাত ‘শক্ত করে ধরে রাখা’র আবেদন জানান তিনি। আগের তৃণমূল নেই বলেও দাবি করেছেন বিতর্কিত এই নেতা৷ বলেছেন, ‘‘এই তৃণমূল সেই তৃণমূল নয়। যারা লুটপাট করে তৃণমূল তথা ‘দিদি’র বদনাম করেছে তারা এখন কেউই আর দলে নেই৷’’ তবে সবকিছু ছাপিয়ে উঠে আসছে কুকুরের সঙ্গে তুলনা করার প্রসঙ্গটি৷ রবিবার রাত থেকে ভাইরাল অডিও ক্লিপিংস৷ তারপর থেকেই নিন্দার ঝড় বইছে বাঁকুড়ার রাজনৈতিক মহলে৷ বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানসেও৷

আরও পড়ুন: ‘শুভেন্দু টাকা নিয়েছিল, আমার কাছে সেই তথ্য প্রমাণ আছে’