মালবাজার: গিয়েছিলেন প্রতিমা বিসর্জন দেখতে৷ আচমকা হড়পা বান যেন সব তছনছ করে দিল! বরাত জোরে প্রাণ বেঁচেছেন৷ জলের তোড়ে ভেঙেছে একটি হাত৷ তবু হাসপাতালের বেডে শুয়ে আক্ষেপ কিছুতেই ছাড়ছে না মাঝ বয়সী মহিলাকে৷ নিজের মনেই বির বির করে চলেছেন, ‘‘ইস্, চোখের সামনে বাচ্চা টা ভেসে গেল! বাঁচাতে পারলাম না!’’
বুধবার সন্ধ্যে৷ আরও অনেকের সঙ্গে মালবাজার ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে গিয়েছিলেন ওই মহিলা৷ তখনই হুড়মুড়িয়ে ধেয়ে আসে হড়পা বান৷ কিছু বুঝে ওঠার আগেই জলের তীব্র তোড় ভাসিয়ে নিয়ে যায় সকলকে৷ ওই দলে ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন জখম মহিলাও৷ বলছিলেন, ‘‘ঘাটে গিজ গিজ করছিল মানুষ৷ সবাই নিরঞ্জন দেখতে ব্যস্ত ছিলাম৷ নদী যে ক্রমশ: ফুলে ফেঁপে উঠছে সেটা কেউ টেরই করিনি৷’’
বুধবারের অভিশপ্ত রাত ইতিমধ্যে কেড়ে নিয়েছে এক শিশু সহ ৮ জনকে৷ এখনও নিখোঁজ ১৬ জন৷ যার জেরে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা বাড়ছে৷ মারা যাওয়া শিশুটিকেই যে তিনি বাঁচাতে পারেননি, এটা ভেবেই বারে বারে আফশোস করছেন মহিলা৷ একই সঙ্গে বিধাতাকে ধন্যবাদও৷ বলছিলেন, ‘‘বাড়ি থেকে একাই এসেছিলাম প্রতিমা নিরঞ্জন করতে৷ সঙ্গে কেউ ছিল না৷ আচমকা বানের তোড়ে ভেসে যেতে হবে ভাবিনি৷ বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম৷ তখনই জেসিবি গাড়ি আমাকে উদ্ধার করে৷’’ খানিক থেমে যোগ করেন, ‘‘ইস, বাচ্চাটাকে যদি বাঁচাতে পারতাম!’’
আরও পড়ুন: Mal Bazar Flash Flood: চিকিৎসায় গাফিলতি, রণক্ষেত্র হাসপাতাল