নাবালককে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার মহারাজ

0
126

নিজস্ব সংবাদদাতা, গোবরডাঙা: এক নাবালককে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক মহারাজের বিরুদ্ধে৷ ঘটনায় ওই মহারাজকে গ্রেফতার করে পুলিশ৷ ঘটনাস্থল গোবরডাঙার সরকার পাড়ার শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম৷ অভিযুক্ত মহারাজের নাম স্বামী সত্যরূপানন্দ (৬২)৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের বাসিন্দা ১২ বছরের এক নাবালক ছোটবেলা থেকেই গোবরডাঙ্গা মহারাজের আশ্রমে থাকতেন৷ সেখানে মহারাজের শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনে পড়াশোনা করে৷ আশ্রমেই মহারাজ নাবালককে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। নির্যাতিত ওই নাবালক বাড়িতে গিয়ে তার পরিবারকে গোটা বিষয়টি জানায়।

- Advertisement -

এরপর নাবালকের পরিবার গোবরডাঙ্গা থানার পুলিশের দ্বারস্থ হয়৷ তাকে দিনের পর দিন যৌন হেনস্থা করা হতো বলে অভিযোগ জানায়। পাশাপাশি চাইল্ড লাইনের পক্ষ থেকেও গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্তে নেমে মহারাজকে তাঁর আশ্রম থেকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ।

পক্সো আইনে মামলার রুজু করে ধৃত মহারাজকে দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে তোলা হয় বারাসাত আদালতে। প্রসঙ্গত, ২০১৮ সালেও একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই স্বামী সত্যরূপানন্দ মহারাজ।