লালন রহস্য মৃত্যুকাণ্ড, এবার দুই সিবিআই আধিকারিককে তলব

0
35
Lalan Sheikh

খাস ডেস্ক: এখনও পর্যন্ত সম্পূর্ণ জট কাটেনি লালনকাণ্ডে (Lalan Sheikh)! সিবিআই হেফাজতে লালন শেখের (Lalan Sheikh) মৃত্যুর ঘটনায় এবার দুই সিবিআই আধিকারিককে তলব করল CID। বুধবার দুপুরে সেই নোটিশ নিয়ে সল্টলেক সিজিএ কমপ্লেক্সের সিবিআই দফতরে আসেন CID আধিকারিকরা। তারা সিবিআই দফতরে সেই নোটিশ দিয়ে যায়। এর আগে তদন্তের স্বার্থে ফের বগটুই গ্রামে গিয়েছিল সিআইডির আধিকারিকরা।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, লালন শেখের (Lalan Sheikh) মৃত্যুর ঘটনায় বগটুই হত্যাকাণ্ডের মৃত ভাদু শেখের ভাই জাহাঙ্গির শেখকে জেরা করতে রামপুরহাট জেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন CID-র আধিকারিকরা। যেহেতু লালনের (Lalan Sheikh) মৃত্যুর দিন রামপুরহাটের সিবিআই ক্যাম্পে ছিল জাহাঙ্গির-ও। ঠিক কী হয়েছিল? কীভাবে লালনের (Lalan Sheikh) মৃত্যু? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন জাহাঙ্গিরকে জেরা করে জানতে চায় সিআইডি। কোর্টের অনুমতি পাওয়ার পরেই রামপুরহাট জেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সিআইডির আধিকারিকরা।

আরও পড়ুন-২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় নাম জড়াল আরও এক জনকপ্রিয় অভিনেত্রীর

ময়নাতদন্তের পর প্রকাশ্যে এসেছিল লালন শেখের (Lalan Sheikh) এর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। রামপুরহাট মেডিক্যাল কলেজ সূত্রের খবর, লালনের দেহে আঘাতের কোনও চিহ্ন পাননি চিকিৎসকেরা৷ রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে, ঝোলার কারণেই লালনের ফাঁস লেগে মৃত্যু হয়েছে৷ আঘাতের কোনও চিহ্ন নেই। এরপরেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লালন শেখের (Lalan Sheikh) দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। বুধাবার বগটুইয়ে শেষকৃত্য সম্পন্ন হয় লালন শেখের (Lalan Sheikh)।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

উল্লেখ্য, বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ (Lalan Sheikh)। চলতি মাসের ৩ তারিখ ঝাড়খণ্ডের পাকুড় থেকে অভিযুক্ত লালন শেখ (Lalan Sheikh) কে গ্রেফতার করে সিবিআই। এরপরেই সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে সিআরপিএফের বিশেষ নিরাপত্তায় রাখা হয়েছিল লালন শেখ (Lalan Sheikh) কে। আর সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ (Lalan Sheikh)-র।