২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় নাম জড়াল আরও এক জনকপ্রিয় অভিনেত্রীর

0
67
Sukesh Chandrashekhar extortion case

খাস ডেস্ক: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় (200 Crore extortion case) অভিযুক্ত Sukesh Chandrashekhar কে ইতিমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাস করছে ইডির আধিকারিকরা। এই মামলায় (Sukesh Chandrashekhar extortion case) আগেই নাম জড়িয়েছে দুই বলি অভিনেত্রী নোরা ফতেহি ও জ্যাকলিন ফার্নান্ডেজের। ইডির পক্ষ থেকে একাধিকবার তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আর এই মুহূর্তে নয়া মোড় এসেছে এই আর্থিক তছরুপ মামলায় (200 Crore extortion case)। এই মামলায় নাম জড়াল আরও এক বলি অভিনেত্রীর।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

ইতিমধ্যেই এই মামলার সঙ্গে জড়িত ওই অভিনেত্রীর বয়ান ও রেকর্ড করেছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, এই অভিনেত্রী বড় পর্দার নন, তিনি ছোট পর্দার জনকপ্রিয় মুখ। তিনি আর কেউ নন, তিনি হলেন চাহাত খন্না (Chahatt Khann)। অভিযুক্ত Sukesh Chandrashekhar এর ঘনিষ্ঠ পিঙ্কি ইরানিকে জিজ্ঞাসাবাদের পরই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অভিযুক্ত Sukesh Chandrashekhar হয়েই পিঙ্কি অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ করতেন। আর তাঁদের প্রস্তাব দিতেন। পাশাপাশি অভিনেত্রীদের ভালো ভালো উপহার পাঠাতেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় সুকেশ চন্দ্রশেখর এবং অন্যান্য বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে। দিল্লি পুলিশের ইকনমিক অফেনসেস উইং এর আগে সুকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর চেন্নাইয়ের বাংলোতে তল্লাশি চালিয়ে ৮২ লক্ষ টাকা, দুই কেজি সোনা, ১৬টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডির কর্তারা। তা থেকেই জ্যাকলিনের নাম সামনে আসে।