SSC Scam:  “কোর্টের সঙ্গে কি খেলা চলছে”, মামলার শুনানি মাঝে হঠাৎ কেন রেগে গেলেন বিচারপতি মান্থা

0
50
kolkata high court on CBI investigation

কলকাতা : স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর ভূমিকায় রুষ্ট কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) । এসএসসির চেয়ারম্যানকে তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা (justice raja sekhar mantha)। আগামী শুক্রবার তিনি এসএসসির (SSC) চেয়ারম্যানকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন (ssc chairman is called to attend court by next friday)।

আরও পড়ুন :ইডির তলবে দিল্লির অফিসে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী

- Advertisement -

২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাঠ্যসূচির (syllabus) বাইরে থেকে প্রশ্ন এসেছে অভিযোগ তুলে ৮৩ জন মামলা করেন। মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শামিম আহমেদ। গত বছর জুন মাসে মামলাকারীদের নম্বর দিতে নির্দেশ দেয় হাই কোর্ট (high court)। কিন্তু সেই নির্দেশ এখনও মানা হয়নি বলে অভিযোগ। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি মান্থার মন্তব্য, “এসএসসি কি কোর্টের সঙ্গে খেলা করছে? নিজেরা নিয়োগ করছে। আর নিজেরাই ভুল করছে। এমনকি আদালত নির্দেশ দেওয়ার পরও কার্যকর করা হচ্ছে না। এটা কি পরিকল্পিত?”

আরও পড়ুন :Kuntal Ghosh: “আগে যাচাই করুন,পরে বলুন”, সাংবাদিকদের কাছে নিজের গোয়ার হোটেলের ঠিকানা চাইলেন কুন্তল

কলকাতা হাইকোর্টে(Kolkata High Court) বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এসএসসির প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। তারপরই এসএসসির (SSC) উদ্দেশে ভর্ৎসনার সুরে তিনি বলেন, “আপনারা ভেবেছেন কি? প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব।আপনাদের সব নিয়োগে সন্দেহ রয়েছে। আদালতের নির্দেশের উপর এ ভাবে চালাকি করলে কড়া পদক্ষেপ করতে বাধ্য হব।”