পদপিষ্টের আতঙ্কের মাঝেই আলুর বন্ড বিক্রির দাবিতে পথ অবরোধ

0
51
cold storage

জলপাইগুড়ি: আলুর বন্ড কিনতে গিয়ে Cold Storage এর সামনে হুড়োহুড়ি-পদপিষ্টের ঘটনা৷ আর তার রেশ কাটতে না কাটতেই, বন্ড বিক্রির দাবি তুলে এবার পথ অবরোধ (Road Blocked)। শনিবার সকালে জলাপাইগুড়ি জেলার চালহাটি-জলপাইগুড়ি রোড অবরুদ্ধ হওয়ায় যানজট ছড়িয়েছিল দীর্ঘক্ষণ।

শনিবার সকালে জেলার বাহাদুর হিমঘরের (Cold Storage) সামনে একটু একটু করে ভিড় জমতে শুরু করেছিল। আলুচাষীদের প্রত্যাশা ছিল, বেলার দিকে শুরু হবে Potato Bond-এর বিক্রিবাটা। কিন্তু শুক্রবারের গণ্ডগোলের জেরে শনিবার বাহাদুর হিমঘর থেকে এদিন বন্ড বিক্রি হয়নি।
Potato Bond কেনার প্রত্যাশায় হাজির আলুচাষীরা এরপরই রাস্তা অবরোধ শুরু করেন। ব্যস্ত চালহাটি-জলপাইগুড়ি রোডে মানবপ্রাচীর তৈরি করে যানচলাচল স্তব্ধ করে দেন। গণ্ডগোলের আশঙ্কাতে আগে থেকেই Cold Storage এর সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি তাঁরাই সামাল দিয়েছেন।

- Advertisement -

আরও পড়ুন:ধর্মঘটে বন্ধ ছিল স্কুল, প্রতিবাদে আজ স্কুলে তালা ঝুলিয়ে পাল্টা ধর্মঘটে ওরা

জলপাইগুড়ি জেলাতে এবার রেকর্ড ফলন হয়েছে আলুর। কিন্তু হিমঘরের (Cold Storage) সংখ্যা সে তুলনায় অনেক কম। আর সেই কারণেই Potato Bond বিক্রির খবর পেতেই জেলার প্রায় প্রতিটি হিমঘরের সামনে পড়ছে লম্বা লাইন।

জলপাইগুড়ি সদর ব্লকের ৬’টি Cold Storage-এ আলু রাখার বন্ডের কুপন দেওয়া শুরু হয়েছিল শুক্রবার। কুপন সংগ্রহ করতে বৃহস্পতিবার রাত থেকেই প্রায় প্রতিটি হিমঘরের সামনে ভিড় করে দাড়িয়ে ছিলেন প্রচুর কৃষক ও আলু ব্যবসায়ীরা। সকালে হিমঘর খুলতেই শুরু হয় হুড়োহুড়ি।

Potato Bond বিক্রি ঘিরে এমন গণ্ডগোলের খবর পেয়ে সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার একটা সময় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জলপাইগুড়ি‌র বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি সংলগ্ন গড়ালবাড়ি এলাকা। এখানে পাথর বৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগ সামাল দিতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। ছোঁড়া হয় কাঁদানে গ‍্যাস।

জেলায় বিভিন্ন Cold Storage এর সামনে রীতিমতো বচসা-হাতাহাতিতে জড়ান স্থানীয় বাসিন্দা ও আলু চাষীরা। দুপক্ষের ক্ষোভই কিছু সময় পরে আছড়ে পড়ে পুলিশের উপর। অভিযোগ, পুলিশকে লক্ষ‍্য‍ করে পাথর ছুঁড়তে থাকেন এলাকার মানুষ। পাথর বৃষ্টির হাত থেকে বাঁচতে পাল্টা লাঠি চার্জ করেছে পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। বন্ড কিনতে আসা হাজার হাজার জনতাকে ছত্রভঙ্গ করতে হিমশিম খেতে হয় পুলিশ‌ বাহিনীকে।

আরও পড়ুন:ঘন ঘন বাতিল ট্রেন, রেল কর্তৃপক্ষকেই দুষলেন যাত্রীরা

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। তাঁর উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শহর সংলগ্ন মোহিতনগর এলাকার একটি Cold Storage সামনেও ধাক্কাধাক্কি ও পদপিষ্ট হয়ে বয়স্ক মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভিড়ের চাপে ও পদপিষ্টে (Stampede) আহত ও অসুস্থ হন বেশ কিছু জন। পুলিশের লাঠির আঘাতেও আহত হয়েছেন বেশ কিছু গ্রামবাসী। সব মিলিয়ে Potato Bond বিক্রি ঘিরে ২৫ জন আহত ও অসুস্থকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
শনিবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন জলপাইগুড়ির পদ্ম সাংসদ জয়ন্ত কুমার রায়। তাঁদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে ডাক্তারদের সঙ্গে কথাও বলেছেন৷ জানান, হুড়োহুড়ি-গণ্ডগোলে আহতরা প্রত্যেকেই ভাল আছেন৷ কারুরই কোনও গুরুতর সমস্যা নেই৷

জলপাইগুড়ি জেলায় প্রয়োজনের তুলনায় Cold Storage সংখ্যা যে বেশ কম তা স্বীকার করে নিয়েছেন পদ্ম সাংসদ জয়ন্তকুমার রায়৷ সমস্যা মেটাতে পদক্ষেপ করার বার্তাও দিয়েছেন৷ জানান, আগ্রহীরা জেলায় নতুন হিমঘর তৈরি চাইলে যে সুবিধে গুলি মেলে তা রাজ্য ও কেন্দ্রের থেকে পেতে যথাসাধ্য চেষ্টা চালাবেন৷