ধর্মঘটে বন্ধ ছিল স্কুল, প্রতিবাদে আজ স্কুলে তালা ঝুলিয়ে পাল্টা ধর্মঘটে ওরা

0
61

কলকাতা: নিজেদের পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার একদিনের প্রতীকি ধর্মঘঠ ডেকেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের যৌথমঞ্চ৷ ধর্মঘটে সামিল হয়েছিলেন স্কুলে শিক্ষকেরাও৷ ফলে শুক্রবার হয়নি স্কুলের পঠনপাঠন৷ শনিবার অবশ্য স্কুলে এসেছিলেন শিক্ষকেরা৷ এসেছিল পড়ুয়ারাও৷ কিন্তু পঠনপাঠন হল না৷ কারণ, শুক্রবার স্কুল বন্ধ রাখার প্রতিবাদে শনিবার স্কুলের প্রধান ফটকে তালা ঝোলালেন এলাকার একাংশ মানুষ৷

অশোকনগরের রাজীবপুর এভি হাই স্কুলের ঘটনা। কাকতালীয়ভাবে, এদিন যাঁরা স্কুলের গেটে তালা ঝুলিয়েছিলেন তাঁরা কেউই অভিভাবক নন৷ খবর পেয়ে স্কুলে এসেছিলেন অশোকনগরের যুব তৃণমূল নেতা প্রদীপ সিং। অভিযোগ, তৃণমূলের মদতেই শিক্ষকদের বিব্রত করতে এদিন পাল্টা তালা ঝোলানো হয়েছে স্কুলের গেটে৷ যদিও এই বিষয়ে উপস্থিত যুব নেতা কোনও মন্তব্য করতে চাননি৷ বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা৷

- Advertisement -

স্কুলের প্রধান শিক্ষক জানান, তারা ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করেছেন৷ তাই শুক্রবার স্কুল খোলা হয়নি৷ কারণ, বিদ্যালয়ের শূন্য পদ পূরণ হয়নি, বিদ্যালয় পর্যাপ্ত শিক্ষক নেই। একদিনের পঠন পাঠন বন্ধ থাকায় আগামী দুই শনিবার এক্সট্রা ক্লাস নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল বলে প্রধান শিক্ষক জানান৷ তারপরও স্কুলের গেটে পাল্টা তালা ঝোলানো কে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার স্থানীয় রাজনৈতিক মহলে৷

আরও পড়ুন: মমতার সরকারের বিরুদ্ধে এবার এক ‘রা’ তৃণমূল বিজেপির