ভাসুরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই নারকীয় খুন, অবশেষে পুলিশের জালে অন্যতম অভিযুক্ত

0
111
extra-marital affair

হাওড়া: শুধু সম্পত্তিগত বিবাদই নয়, হাওড়ায় একই পরিবারের চারজনকে কাটারি জাতীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নারকীয় খুনের নেপথ্যে ছিল ভাসুর দেবাশিসের সঙ্গে ছোট ভায়ের স্ত্রী পল্লবীর বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্বও। প্রাথমিক তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।

এবার একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ অবশেষে গ্রেফতার পুলিশের হাতে। ধৃতকে শুক্রবার তোলা হয় হাওড়া আদালতে। মা, দাদা, বৌদি, ভাইঝিকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন বাড়ির ছোট ছেলে দেবরাজ ঘোষ। এর আগে ঘটনার দিনই গ্রেফতার হয়েছিলেন ধৃতের স্ত্রী পল্লবী।

- Advertisement -

আরও পড়ুন-নিখোঁজ যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, উদ্ধার সুইসাইড নোট

জানা গিয়েছে, ঘটনার ৮ দিন পর বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হন দেবরাজ। গত ১০ আগস্ট হাওড়ার এম সি ঘোষ লেনের তিনতলা বাড়ি থেকে রাতে চারটি দেহ উদ্ধারের পরেই পুলিশ দেবরাজের স্ত্রী পল্লবীকে গ্রেফতার করেছিল। পল্লবী বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ঘটনার পরই বাড়ি থেকে চম্পট দিয়েছিলেন দেবরাজ। সেদিন থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি।

পুলিশ সূত্রের খবর, দেবরাজ বর্ধমানের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলেন। আশ্রয় নিয়েছিলেন রেল স্টেশনেও। তদন্তকারীরা তাঁর মোবাইল লোকেশন দেখে ক্রমাগত ট্র্যাকও করেছিলেন। কিন্তু বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করায় তাকে ধরতে পারছিল না পুলিশ। অবশেষে অভিযুক্তকে ধরতে হাওড়া থানার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে হাওড়া সিটি পুলিশ।

আরও পড়ুন- কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অভিযুক্ত শিক্ষক

এরপর বৃহস্পতিবার গভীর রাতে ওই দলের সদস্যরা কাটোয়া স্টেশন থেকে পলাতক দেবরাজকে গ্রেফতার করেন। শুক্রবার ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজত চেয়ে হাওড়া আদালতে তোলা হয়। হাওড়া আদালত এদিন তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।