যুব তৃণমূল নেতা কিভাবে সিভিক ভলেন্টিয়ার, জানতে চাওয়ায় বিজেপি নেতাকে গ্রেফতারের হুমকি IC-র

0
472

এগরা: একজন যুব তৃণমূল নেতা কিভাবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পান? জানতে চাওয়ায় ফোনের ওপার থেকে বিজেপি নেতাকে গ্রেফতারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল থানার আইসির বিরুদ্ধে৷ ইতিমধ্যে ভাইরাল ওই অডিও ক্লিপিংস৷ খাসখবর অবশ্য অডিও-র সত্যতা যাচাই করেনি৷ তবে পুরো ঘটনাকে ঘিরে জোর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে৷ পঞ্চায়েত ভোটের মুখে এমন ঘটনায় তীব্র অস্বস্তিতে শাসকদল৷ অস্বস্তিতে জেলা পুলিশও৷

ঘটনার সূত্রপাত, কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হয়। তাতেই এগরা-২ ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কমিটিতে সিভিক ভলেন্টিয়ারের নাম থাকার বিষয়টি প্রকাশ্যে এসে পড়ে৷ এরপরই পুলিশ বিরুদ্ধে শাসকের দলদাসের অভিযোগ এনে সরব হয় বিরোধীরা৷ ওই বিষয়েই প্রকৃত ঘটনা জানতে এগরা থানার আইসি মৌসুম চক্রবর্তীকে ফোন করেছিলেন এগরায় বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি দেবকুমার পণ্ডা।

- Advertisement -

দেবকুমারবাবুর দাবি, ‘‘সিভিক ভলেন্টিয়ার যদি শাসকদলের নেতা হয়, তাহলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন থাকবেই৷ আমি সেটাই জানতে চেয়েছিলাম৷ তখনই এগরা থানার আইসি মৌসম চক্রবর্তী আমাকে ফোনের ওপার থেকে ধমক দেন। বলেন, আপনি কি আমাকে এভাবে প্রশ্ন করতে পারেন? ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন! কিছু বলার থাকলে থানায় এসে বলবেন। এভাবে প্রশ্ন করলে আপনাকে গ্রেফতার করে নেবো!’’

কথোপকথনের ওই গরমাগরম ভিডিও ক্লিপিংস দ্রুত ভাইরাল হয়ে যায়৷ এরপরই আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির৷ বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী বলেন, ” দলদাস প্রশাসন এতদিন বলতাম, আজ হাতে গরম প্রমান পাওয়া গেলো! আমাদের ব্লক নেতৃত্ব এই বিষয় জানতে চাওয়ায় এগরা থানার আই সি বলছেন, বেশি প্রশ্ন করলে লকাপে ঢুকিয়ে দেবো। গ্রেফতার করে আনবো! এর থেকেই তো স্পষ্ট লেডি কিমের সরকার চলছে! এর প্রতিকার হওয়ার দরকার আছে।’’ যদিও এই বিষয়ে অভিযুক্ত আইসি কোনও মন্তব্য করতে চাননি৷ এগরা মহকুমার পুলিশ আধিকারিক বলেন, ” অডিও ক্লিপ এখনোও হাতে পৌঁছায়নি। অডিও ক্লিপ এলে খতিয়ে দেখা হবে৷’’

আরও পড়ুন: সবাই ব্যস্ত, হালখাতার সেই উৎসবটা যেন হারিয়েই গেল

আরও পড়ুন: ডুয়ার্স জুড়ে বিপন্ন জীববৈচিত্র্য, লোকালয়ে ভিড় জমাচ্ছে কিং কোবরা