রাজ্য পুলিশে ভরসা নেই, রামপুরহাটকাণ্ডে তদন্তকারী CBI-এর প্রতিনিধি দলকে বাড়তি নিরাপত্তা কেন্দ্রের

0
40
cbi

বগটুই: কলকাতা হাইকোর্টের নিরদেশের পরই রামপুরহাটকাণ্ডের তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল এবং শনিবার থেকেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। এইসময়ে তদন্তকারী অফিসারদের সুরক্ষার কথা চিন্তা করে রাজ্য পুলিশের ভরসায় না থেকে বাড়তি নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন খাস খবর অ্যাপhttps://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

রামপুরহাটকাণ্ডে তদন্তকারী সিবিআইয়ের প্রতিনিধি দলের জন্য সিআরপিএফের ১ প্ল্যাটুক জওয়ান মোতায়েন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার থেকেই ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের থাকার জন্য একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। এমনকি তদন্ত চলাকালীন সিবিআইয়ের প্রতিনিধি দল যে অস্থায়ী ক্যাম্পে রয়েছে সেখানেই সিআরপিএফ বাহিনী মোতায়েন রয়েছে। জানা গিয়েছে, ৩৫ জনের ঘেরাটোপে তদন্ত চালাবে সিবিআই।

আরও পড়ুন: এই বড় কারণেই গুজরাটের BJP-র শিক্ষামন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানাল AAP

বগটুই গ্রামে গণহত্যার কারণ খুঁজতে যাবতীয় দিক খতিয়ে দেখছে সিবিআই। এই ঘটনার মূল অভিযুক্ত আনারুল সহ ১১ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে। রবিবার ফের ঘটনাস্থলে যেতে পারে কেন্দ্রীয় ফরেন্সিক টিম। আহতদের সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড কওরা হতে পারে বলেও জানা গিয়েছে।