west bengal assembly election 2021: বুথে গিয়ে প্রাণ সংশয়ে বিজেপি প্রার্থী, প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনী

0
78

সুমন বটব্যাল: ভয়ঙ্কর খেলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন শাসকদলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ ভোটের দিন অবাধে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিজেপি প্রার্থীও৷ সেই মতো বীরভূম জেলা এবং বোলপুর বিধানসভার জন্য বাড়তি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল৷ তবু অশান্তি এড়ানো গেল না৷ ইলামবাজারের বুথে গিয়ে কার্যত প্রাণ সংশয়ের মুখোমুখি হলেন বিজেপি প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ স্বভাবতই প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনী৷ প্রার্থীর ওপর যখন হামলা হয়, তখন তাঁর নিরাপত্তারক্ষীরা কি করছিলেন উঠছে সেই প্রশ্নও৷ যদি বিকেল পর্যন্ত কোনও প্রশ্নেরই মেলেনি সদুত্তর৷

আরও পড়ুন: west bengal assembly election 2021: সন্ত্রাসকে হারানোর ডাক অনির্বাণের

- Advertisement -

প্রত্যাশিতভাবেই এদিন সকাল থেকেই তপ্তছিল বীরভূম৷ নানুরে বিরোধী প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ লাভপুরে বিরোধীদের এজেন্ট হওয়ার ‘অপরাধে’ লাঠির ঘায়ে মাথা ফাটার ঘটনা ঘটেছে৷ আবার ইলামবাজারে বুথের অদূর থেকে উদ্ধার হল বেশ কিছু বোমা৷ ঘটনার ঘনঘটা দিনভরই অব্যহত ছিল বীরভূমের নানুর, লাভপুর কিংবা বোলপুরে৷ উলটো দিকে বিরোধীদের অভিযোগকে কেন্দ্র করে কমিশনের তৎপরতায় পরশু বিকেল থেকেই নজরবন্দী অনুব্রত মণ্ডল৷

তারপরও এদিন সকাল থেকেই ইলামবাজারের ডোমপাড়ায় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে৷ খবর পেয়ে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান৷ সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বহিরাগতরা৷ প্রসঙ্গত, পুরো ঘটনার সময় বাহিনী উপস্থিত থাকলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ৷ রীতিমতো বচসা শুরু হয়ে যায়৷ কেন্দ্রীয় বাহিনীর তরফে বলা হয়, আমরা বারংবার জটলা সরিয়ে দিচ্ছি৷ কিন্তু কিছুক্ষণ পর ওরা ফের হাজির হচ্ছে৷ একথা শুনেই মেজাজ হারান বিজেপি প্রার্থী৷ তিনি পাল্টা প্রশ্ন তোলেন, ‘‘এটা কোনও কথা হল? কেউ নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা করবে, আর আপনারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করবেন৷ এটা তো মেনে নেওয়া যায় না৷’’

এর কিছুক্ষণ পরেই ইলামবাজারের গ্রামে গিয়ে কার্যত প্রাণ সংশয়ের মুখোমুখি হন বিজেপি প্রার্থী৷ তাঁকে রীতিমতো লাঠি হাতে তাড়া করা হয়৷ ছোঁড়া হয় বড় বড় ইট৷ কোনওমতে গাড়িতে উঠে প্রাণ বাঁচান বিজেপি প্রার্থী৷ স্বভাবতই, বীরভূমে বিশেষত বোলপুরে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব খোদ বিজেপিও৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা বাহিনীর ভূমিকা কমিশনকে জানাচ্ছি৷ আশাকরি, তাঁরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন৷’’