ফের ভাঙন, বিজেপিতে যোগ দিচ্ছেন প্রবীণ তৃণমূল বিধায়ক

0
1068

কলকাতা: ফের ভাঙন তৃণমূলে। বিধানসভা ভোটে ঘাসফুলের টিকিট না পেয়ে এবার বিজেপিতে যোগ দিচ্ছেন নদিয়ার তেহট্টর প্রবীণ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত। বুধবার বিকেলে কলকাতায় এসে তিনি বিজেপিতে যোগদান করবেন, এমনটাই খবর সূত্রের।

গৌরীবাবু বলেন, যে দলে ছিলাম, থাকব না। অন্য দলে যোগ দেব বলে মনস্থির করেছি। আপাপত এইটুকু বলতে পারি। দলত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, আমি অসম্মানিত হয়েছি। টিকিট দেওয়া হল না, এই অবধি ঠিক আছে। কিন্ত আমাকে জানানোর সৌজন্যটুকু করা হয়নি। দলকেও জানিয়েছি, আমি অসন্তুষ্ট।

- Advertisement -

২০১৬ সালে তেহট্ট থেকে তৃণমূলের টিকিটে জেতেন তিনি। প্রবীণ বিধায়ক আশা করেছিলেন এবারও তাঁকে টিকিট দেবেন দলনেত্রী। তবে এবার আর তাঁকে প্রার্থী করেনি দল। পাশের বিধানসভা কেন্দ্র পলাশীপাড়া থেকে বিধায়ক তাপস সাহাকে তেহট্ট আসনে দাঁড় করিয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, ১৯৯৮ সালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন গৌরীশঙ্করবাবু। তবে ২০১১-তে রাজ্যজুড়ে পরিবর্তনের প্রবল হাওয়াতেও তেহট্ট থেকে জিততে পারেননি তিনি। তবে ২০১৬-তে ওই আসনে জয় পান তিনি।

টিকিট না পেয়ে দিনকয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান শাসকদলের একঝাঁক বিধায়ক।  সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ী ও শীতল সর্দ্দারের মতই এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন গৌরীশঙ্কর দত্ত।

গৌরীবাবু বলেন, ১৯৯৮ সাল থেকে তৃণমূল করেছি। সাত বছর দলের জেলা সভাপতি ছিলাম। তিনবছর রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলাম। অথচ এবার টিভি দেখে জানতে পারলাম আমাকে আর প্রার্থী করা হয়নি। বিষয়টি আমার অত্যন্ত অসম্মানজনক মনে হয়েছে।

লোকসভা ভোটের নদিয়ার ফল খারাপ হওয়ায় কালীঘাটে এক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়াকে দু’টি সাংগঠনিক জেলায় ভাগ করে দেন। তৎকালীন সভাপতি গৌরীশঙ্করবাবুর পরিবর্তে সেইসময় থেকেই ক্ষমতার অলিন্দে উঠে আসেন তরুণ সাংসদ মহুয়া মৈত্র এবং বর্ষীয়ান নেতা শঙ্কর সিংহ।

বলাই বাহুল্য তখন থেকেই গৌরীশঙ্কর দত্তের মধ্যে চাপা ক্ষোভ ছিল। সেই ক্ষোভ আরও বাড়ে দল তাঁকে অন্ধকারে রেখে তাপসবাবুকে তেহট্টের টিকিট দেওয়ায়। যদিও নিজের দলত্যাগ প্রসঙ্গে প্রার্থী হতে না পারার বিষয়টিকে একেবারেই দায়ি করতে চাননি তিনি।