নন্দীগ্রামে মনোনয়ন জমা দিলেন মমতা

0
758

নন্দীগ্রাম: জনজোয়ারে ভেসে আজ মনোনয়পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগেই জানিয়েছিলেন, বুধবার তিনি নন্দীগ্রাম যাবেন মনোনয়ন জমা দিতে৷ সেই মতো আজ সকালে শিবমন্দিরে পুজো দেন তিনি। এরপর বিশাল পদযাত্রা করে হলদিয়ার মহকুমা শাসকের অফিস পৌঁছন তৃণমূল নেত্রী৷ বেলা ১টা বেজে ৪৮ মিনিটে মনোনয়নপত্র জমা দেন তিনি৷

গত জানুয়ারি মাসে নন্দীগ্রামে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার তিনি নন্দীগ্রামে দাঁড়াতে পারেন৷ প্রশ্ন ওঠে, তাহলে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী কে? একটু ভেবে মঞ্চে মমতা জানিয়েছিলেন, ভবানীপুরেও তিনি প্রার্থী হবেন৷ অর্থাৎ তৃণমূল নেত্রী দুটি কেন্দ্রে লড়ার সম্ভাবনা দেখা দেয়৷ কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল, মমতা শুধু নন্দীগ্রামেই প্রার্থী হয়েছেন৷ ভবানীপুর কেন্দ্রটি তিনি ছেড়ে দেন বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে৷

- Advertisement -

নির্বাচন কমিশনের খাতায় প্রার্থী হিসেবে নিজের নাম তুলতে মঙ্গলবারই নন্দীগ্রামে চলে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাতে ছিলেন নন্দীগ্রামের ভাড়া বাড়িতে৷ বুধবার সকালে তিনি নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান৷ এরপর পুজো শেষে কপ্টারে করে হলদিয়া পৌঁছন মুখ্যমন্ত্রী৷ মঞ্জুশ্রী মোড় থেকে ১ কিলোমিটার রাস্তা পদযাত্রা করে মহকুমাশাসকের দফতরের গিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি৷ সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী, শেখ সুফিয়ান আর হাজার হাজার অনুগামী৷ মনোনয়ন জমা দিয়ে মমতাও জানিয়ে দেন, ‘‘মানুষের রায় নিয়েই ভোটে দাঁড়াচ্ছি৷’’ আগামী ১২ মার্চ হলদিয়ায় মনোনয়ন জমা দেওয়ার কথা শুভেন্দুর৷ সঙ্গে থাকতে পারেন বাঙালির হাটথ্রব, মিঠুন চক্রবর্তী৷

প্রসঙ্গত, গতকালই নন্দীগ্রামের মাটি থেকে মমতা শুভেন্দুর নাম না করে বলেছিলেন, ‘‘আমাকে বহিরাগত বলছো? বীরভূমের মেয়ে হয়ে আমি বহিরাগত হয়ে গেলাম, আর গুজরাটের গুন্ডাদের আনছো৷’’ হিন্দুত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন শুভেন্দুর একদা গুরু৷ যার জবাবে এদিন নন্দীগ্রামের মাটি থেকেই শুভেন্দু তাঁকে ‘ভেজাল হিন্দু’ বলে কটাক্ষ করেছেন৷