বিবাহ বহির্ভূত সম্পর্কের জের: স্বামীর সঙ্গে অন্য মহিলাকে দেখে হামলা বধূর

0
92

হাবরা: স্বামীর সঙ্গে অন্য এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি স্ত্রী। এনিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতো। এমনকি মারধরও করা হতো বছর পঁচিশের বধূকে। যার জন্য রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয় বধূর মনে।

আরও পড়ুন-ভোট পরবর্তী হিংসা: মৃত বিজেপি কর্মীর দাদার বয়ান নিল সিবিআই

- Advertisement -

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শনিবার স্বামীর সঙ্গে ওই মহিলাকে দেখতে পেয়ে হামলা চালায় বধূ। রীতিমতো ধারাল ব্লেড দিয়ে ওই মহিলার দুই গাল চিরে দেয় গৃহবধূ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়ার কুমড়া এলাকায়।

জানা গিয়েছে, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসল স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত অবস্থায় আক্রান্ত ওই মহিলাকে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত এই মহিলার দুটি গালে বেশ কয়েকটি সেলাই পড়েছে। পাশাপাশি অভিযুক্ত গৃহবধূ সাবানা খাতুন ও তার সঙ্গে থাকা ভাই ইদ্রিস সরদারকে স্থানীয়দের সহযোগিতায় তুলে দেওয়া হয় হাবড়া থানার পুলিশের হাতে।

প্রসঙ্গত, বাদুড়িয়ার হায়দারপুরের বাসিন্দা হাসিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মুসলিমা বিবি নামে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যা নিয়ে হাসিকুল ও তার স্ত্রী সাবানা খাতুনের মধ্যে বিবাদ লেগেই থাকত। শনিবার সন্ধ্যায় শাবানা দেখতে পায় হাসিকুল অবৈধ সম্পর্ক থাকা প্রতিবেশী মুসলিমা বিবি কে সঙ্গে নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়।

এরপর পিছু নেয় হাসিকুলের স্ত্রী শাবানা খাতুন ও তার ভাই ইদ্রিস সরদার। হাবড়ার কুমড়া এলাকায় তাদের ধরে ফেলে গৃহবধূ ও তার ভাই। তখন মুসলিমা পালাতে গেলে তাকে তাড়া করে ধরে শাবানা। তার উপর ঝাঁপিয়ে পড়ে তার দুই গাল ধারাল ব্লেড দিয়ে চিরে দেয় ওই গৃহবধূ।

আরও পড়ুন-বাই সাইকেলে চড়ে সমগ্র দেশ ভ্রমণ পার্বত্য রাজ্যের ছেলের

তারপরে স্থানীয়দের তৎপরতা আক্রান্ত ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত গৃহবধূ ও তার ভাইকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পুলিশ শাবানা ও তার ভাই ইদ্রিসকে গ্রেফতার করেছে। রবিবার তাদের বারাসত আদালতে তোলা হয়।