দূরত্ব বিধি না মেনে মাস্ক বিলি

সমালোচনার মুখে তৃণমূল

0
23

অশোকনগর: বৃহস্পতিবার অশোকনগর বিধান সভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামী ও অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রশাসক প্রবোধ সরকারের উপস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হল। বৃহস্পতিবার বেলা দশটা থেকে অশোকনগর স্টেশন রোড সংলগ্ন বাস স্ট্যান্ডে এই কর্মসূচী গ্রহন করা হয়। বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার।

আরও পড়ুন: west bengal assembly election 2021: তারাপীঠে পুজোয় ব্যস্ত সিআরপিএফ কর্তা

- Advertisement -

তবে স্যানিটাইজার নিতে আসা সাধারণ মানুষের মধ্যে দূরত্বসীমা না থাকায় জমাটি ভিড়ের চিত্র ধরা পড়ল৷ স্বভাবতই, মাস্ক ও স্যানিটাইজার বিতরণের পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে, যেভাবে মাস্ক বিলি করা হল, সেই পদ্ধতি নিয়ে৷ কারণ, দূরত্ব বিধি তো মানাই হয়নি, উলটে যেভাবে জমায়েত করা হয়ছিল তাতে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে৷

 

যদিও সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অশোক নগরের তৃণমূল প্রার্থী৷ নারায়ণ গোস্বামীর বক্তব্য, ‘‘যারা রাস্তায় নেমে মানুষের জন্য কিছু করে না তারা ঘরে নিরাপদে বসে এই ধরনের অভিযোগই করে যাবেন। মানুষ সব দেখছেন৷ তাঁরাই এবিষয়ে সিদ্ধান্ত নেবেন৷’’