“যতদিন অনুব্রত মণ্ডল এখানে ছিলেন অনেকে মুখ খোলেননি”, অভিনেতা বনি সম্পর্কে কী ইঙ্গিত দিলেন দিলীপ

প্রায় ২৪ ঘণ্টা আগে আচমকা ইডি দফতরে হাজির হন বনি।

0
74
dilip ghosh on bonny sengupta

কলকাতা: “অনেক লোক এদিক ওদিক থেকে দলে এসেছেন। সব দলেই গেছে। এটা তৃণমূলের সংস্কৃতি। কলকাতায় যেকোন গাড়ি ধরলে টাকা পাওয়া যাচ্ছে। যতদিন অনুব্রত মণ্ডল এখানে ছিলেন অনেকে মুখ খোলেননি। দিল্লি যাওয়ার সঙ্গে সঙ্গে বহু জায়গা থেকে টাকার সোর্স খুঁজে পাওয়া যাচ্ছে। দুর্নীতির বিস্তার কতদূর এখনও তাঁর কল্পনা করা যাচ্ছে না। অনেক এই রকম ঘটনা ঘটবে। অভিনেতা বনি সেনগুপ্তকে (bonny sengupta) ইডির জিজ্ঞাসাবাদ। সেই প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ।

আরও পড়ুন :পাখির পাখনা, টিকটিকির লেজ, পুরুষের ছবি লাগানো পুতুল… দমদমের ওই বাড়িতে কি চলত Black Magic

- Advertisement -

আজ অর্থাৎ শুক্রবার অভিনেতা বনি সেনগুপ্তকে ডাকে ইডি। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা আগে আচমকা ইডি দফতরে হাজির হন বনি। অভিনেতা জানান, ২০১৭ সালে আলাপ কুন্তলের সঙ্গে। কাজ করেছেন ২২ থেকে ২৫ টা ইভেন্টে। যোগ দিয়েছিলেন কুন্তলের জন্মদিনের পার্টিতেও। ব্যক্তিগত ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তবে কুন্তলের কোন সিনেমায় অভিনয় করেন নি তিনি। কাজের বিনিময় পেয়েছিলেন গাড়ি। সেই গাড়ি কেনার টাকা দিয়েছিলেন কুন্তল। কত টাকা। সেই উত্তর সরাসরি না দিলেও সংবাদ মাধ্যমের চাপে তা ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা মত হবে বলে জানান বনি। কুন্তল পরে টলিউডে সিনেমা প্রযোজনা করবেন বলে জানালে, তাতে অভিনয় করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। যদিও বনি জানিয়েছেন, পরে সেই ছবি প্রযোজনার পরিকল্পনা বাতিল করে দেন কুন্তল। কী গাড়ি কিনে ছিলেন? অভিনেতার সাফ উত্তর, ‘‘ডিসকভারি কিনেছিলাম। উনি নগদে টাকাটা দিতে চেয়েছিলেন। আমিই বলেছিলাম, ‘ব্যাঙ্কে দিন’। আমার সঙ্গে ভাল সম্পর্ক থাকায় উনি তা-ই করেছিলেন। তবে এখন ওই গাড়ি আমার কাছে নেই। পাঁচ বছর হয়ে যাওয়ায় আমি বিক্রি করে দিয়েছি।’’

আরও পড়ুন :আততায়ীর গুলিতে কেঁপে উঠল জার্মানির চার্চ, মৃতের সংখ্যা কত

প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর থেকে বেরোন অভিনেতা বনি সেনগুপ্ত (bonny sengupta)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ইডি দফতরে পৌঁছন অভিনেতা। দুপুর আড়াইটে নাগাদ মধ্যাহ্নভোজের বিরতির সময় ইডি দফতরের বাইরে বেরিয়ে ছিলেন তিনি। প্রায় ৪০ মিনিট পর সেই বিরতি শেষে আবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বনি। পরে রাত ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান অভিনেতা। সবমিলিয়ে দু’দফায় বনিকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।