দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে সায়ন্তিকা, “কে কোথায় বিক্ষোভ দেখাল, দেখতেই পেলাম না”, জবাবে বললেন নেত্রী

বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ স্পষ্ট।

0
66
didir doot sayantika banerjee

বাঁকুড়াঃ  দলের কর্মীদের বিক্ষোভের মুখে চিত্রাভিনেত্রী তথা রাজ্য তৃণমৃলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। “দলের পুরনো কর্মী হওয়া সত্ত্বেও   মিটিং মিছিলে ডাক পান না।“ হাতের কাছে তারকা নেত্রীকে পেয়ে ক্ষোভ উগরে দিলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটার বড়শাল অঞ্চলের তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে যোগ দিতে ঐ এলাকায় গিয়েছিলেন ‘দিদির দূত’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :বিয়ের আগে থেকেই সম্পর্ক, স্বামীর পরকীয়ার জেরে ১৮ দিনের শিশুকে গলা টিপে মারল মা, অভিযোগ

- Advertisement -

বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ স্পষ্ট। “দলের ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি কেউই তাদের পাত্তা দেন না। এমনকি মিটিং-মিছিলেও কোন ডাক পান না।“ এই অবস্থায় তারা কি তৃণমূলের কেউ নন? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন তোলেন বিক্ষুব্ধ কর্মীরা। যদিও বিক্ষোভের কথা মানতে নারাজ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :কেরলে ট্রেন হামলার পিছনে সন্ত্রাসবাদী যোগসূত্র নিশ্চিত করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি, সমগ্র কোচ পোড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল অভিযুক্তকে

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,” কে কোথায় বিক্ষোভ দেখাল, আমি তো দেখতে পেলাম না।  তৃণমূল অনেক বড় পরিবার, আমরা কেউ নেতা নই, নেতা একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারে মান, অভিমান ঝগড়া হবেই, পরে মিটেও যাবে। তবে ‘এর সুযোগ বিজেপি নিতে পারবে না”। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সুরে সূর মিলিয়েছেন গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল সভাপতি নিমাই মাজি। তিনি বলেন, “তৃণমূলের বিশাল বড় সংসার, কোন ভাই হয়তো খবর পায়নি”। তাঁদের আবার বলে আনা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন :Corona Update: মাস্ক বাধ্যতামূলক হল ৩ রাজ্যে, করোনার বাড়বাড়ন্ত দেখে কী জানালেন স্বাস্থ্য মন্ত্রী

সায়ন্তিকার (Sayantika Banerjee) সামনে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের একাংশ। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা সুজিত অগস্তির দাবি, “তৃণমূল দ্বিখণ্ডিত। মানুষ ওঁদের আর চাইছেন না। এই ঘটনা তারই প্রমাণ।“