তোলা চাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গুরুতর জখম ৩ জন

0
37

খাস প্রতিবেদন: তোলাবাজিকে কেন্দ্র করে শাসকদল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলঘড়িয়া এলাকা৷ ঘটনার জেরে কামারহাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় এক অটোচালক ও তার দুই বন্ধুকে মারধর করার অভিযোগ উঠেছে কামারহাটির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রানা বিশ্বাস ও তার দলবলের বিরুদ্ধে৷ ঘটনায় গুরুতর আহত তিন জন যুবক৷ আহত যুবকরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী৷ পুরো ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তিনজন যুবকের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ চিকিৎসা চলছে সাগর দত্ত হাসপাতালে৷ ঘটনার জেরে আহত যুবকদের পরিবারের তরফে অভিযুক্ত টিএমসিপি নেতা রানা বিশ্বাসের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অন্যদিকে গোটা ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা রানা বিশ্বাস৷ ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে তৃণমূলের স্থানীয় নেতৃত্বও৷ তাঁরা কার্যত মুখে কুলুপ এঁটেছেন৷

- Advertisement -

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বিজেপি স্থানীয় নেতৃত্ব৷ বিজেপি নেতা কিশোর কর বলেন, ‘‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়৷ তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে৷ কামারহাটি কেন এর থেকে বাদ যাবে!’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘অবিলম্বে প্রশাসন যেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে৷ না হলে আমরা আন্দোলনে নামব৷’’ বস্তুত, তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষের জেরে রবিবার ছুটির দিনে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড৷ যদিও অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি বেলঘড়িয়া থানার পুলিশ৷

আরও পড়ুন: সরকারি হাসপাতাল ‘ডেথ’ ঘোষণা করার পর বেঁচে উঠল শিশু, জোর চাঞ্চল্য জেলায়