ভোট প্রস্তুতি পরিদর্শনে রাজ্যে আসলেন ডেপুটি নির্বাচন কমিশনার

0
61

পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: পশ্চিমবঙ্গে চলতি বছরে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই কারণেই  দ্বিতীয় দফায় রাজ্যে এলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। রাজ্যে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষত, রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণের জন্য ডেপুটি নির্বাচন কমিশনারের এই রাজ্য সফর।

 

- Advertisement -

সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলার ডিএম, এসপি, পুলিশ কমিশনারেটের নগরপাল, কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। একুশের ভোটের জন্য ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসতে পারে। সাত দফায় হতে পারে রাজ্য বিধানসভা ভোট। তার আগে ডেপুটি নির্বাচন কমিশনারের পশ্চিমবঙ্গ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।

 

বিজেপির অভিযোগ গত পঞ্চায়েত ভোট থেকেই রাজ্যের শাসক দল হিংসার আশ্রয় নিয়েছে। বিজেপি কর্মী-সমর্থকেরা আক্রান্ত হচ্ছে তৃণমূলের কাছে। বিজেপির অভিযোগ, তৃণমূল বিজেপি কর্মীদের রাজনৈতিক প্রচার করতে দিচ্ছে না। খুনের রাজনীতি করছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য পুরভোট করছে না তৃণমূল। এই নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ”ভোটের জন্য তাঁরা সব সময় রেডি”।

 

ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা সহ, ভুতুড়ে ভোটার, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা ভোট পরিচালনা, ভারত- বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে নির্বাচন সদনে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে রাজ্য বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। ডিসেম্বরের পর ফের একবার ডেপুটি কমিশনার সুদীপ জৈনের পশ্চিমবঙ্গ সফর একুশের ভোট আবহকে তাঁতিয়ে তুলেছে।