মানিকতলায় ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন

0
79
প্রতীকী ছবি।

কলকাতা: কর্মব্যস্ত দিনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল কলকাতায়৷ বুধবার দুপুরে মানিকতলায় একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন লাগে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন৷

মানিকতলা সাহিত্য পরিষদ রোডে অবস্থিত ওই ব্যাটারি কারখানাটি৷ অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রথম টের পান স্থানীয়রা৷ তিনতলা বিল্ডিংয়ের দোতলা থেকে কালো ধোঁয়া বেরতে দেখতে তাঁরা৷ আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয়রা খবর দেন দমকলকে৷ যদিও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে তিনতলাতেও৷

- Advertisement -

এদিকে খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন৷ কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকলকর্মীদের প্রচন্ড বেগ পেতে হয়৷ গোটা এলাকা বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সমস্যা আরও বাড়ে৷ যদিও স্থানীয়দের সেখান থেকে সরিয়ে চলে আগুন নেভানোর কাজ৷ ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই৷ কোনও পকেট ফায়ার আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ সঙ্গে চলছে কুলিংয়ের কাজ৷

কীভাবে আগুন ছড়াল তা স্পষ্ট করে কিছু জানায়নি দমকল৷ কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তাও জানা যায়নি৷ তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোজ্য তেল থেকে গুদামে আগুন লাগে৷ সেখান থেকে ব্যাটারি কারখানায় ছড়িয়ে পড়ে আগুন৷ এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই৷ তবে অগ্নিকাণ্ডের জেরে সম্পত্তি হানি হয়েছে৷