মৃত্যু বন্দির, নিরাপত্তার গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

0
36
BJP Leader

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: লকআপে আত্মহত্যা চেষ্টার করে অভিযুক্ত৷ বিষয়টি পুলিশের নজরে আসলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছিল সে৷ অবশেষে ১০ দিন পর মৃত্যু (Death) হল তার৷ এরপরই জেলে বন্দিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ ইতিমধ্যেই ওই ঘটনায় গাফিলতির অভিযোগে চার পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন খোদ পুলিশ কমিশনার।

জানা গিয়েছে, শত চেষ্টা করেও হল না প্রাণ রক্ষা। ১০ দিন ধরে চলা লড়াইয়ে পড়ল ইতি। সোমবার মৃত্যু হল পুলিশি লকআপে আত্মহত্যার চেষ্টা করা যুবকের৷ মৃত যুবকের নাম অর্পণ শঙ্কর। সে দার্জিলিঙের বাসিন্দা হলেও শিলিগুড়ির গুরুং বস্তি এলাকায় থাকত বলেই জানা গিয়েছে।

- Advertisement -

এদিকে যুবকের মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই ঘটনায় গাফিলতির অভিযোগে প্রধাননগর থানার চার পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন খোদ পুলিশ কমিশনার। যুবকের মৃত্যুর পর এবার সরাসরি আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য কমিশনার অখিলেশ চতুর্বেদীর।

সূত্রের খবর, চলতি মাসে প্রধাননগর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। গত ১১ নভেম্বর ভোরে ওই যুবক লকআপেই নিজের কোমরে মাদুলি পড়ার জন্য ব্যবহৃত মোটা সুতো জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে৷

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ওই যুবককে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়৷ পরে সেখানে শারিরীক অবস্থার অবনতি হলে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এতোদিন সেখানেই চলছিল চিকিৎসা। যদিও শেষ রক্ষা হল না। এদিন তার মৃত্যু হয়।

পুলিশ কমিশনার বলেন, ‘‘চিকিৎসাধীন অবস্থায় এদিন ওই যুবকের মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইসি সহ চার পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’’