লরির ধাক্কায় ছিটকে পড়েন রাস্তায়, মৃত বাইক আরোহী

0
98
bus accident

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ফের পথ দুর্ঘটনা (Road Accident) কলকাতায়৷ মৃত্যু হল এক বাইক আরোহীর৷ মৃত ব্যক্তির নাম আবু বক্কার মোল্লা৷ তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার দেউলী বাজারের বাসিন্দা৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে৷ ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ৷

জানা গিয়েছে, আবু বক্কার মোল্লা কাজের সূত্রে নিউটাউনে এসেছিলেন। নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে দ্রুত গতিতে ছুটে যাওয়া এক লরির চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয় লোকজন এবং ইকোপার্ক থানার পুলিশ তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, তিনি আকাঙ্ক্ষা মোড় থেকে ঘটকপুকুরের দিকে যাচ্ছিলেন৷ এক বন্ধুর সঙ্গে দেখা করতে নিউটাউনে আসেন তিনি। বাড়ি ফেরার সময় আকাঙ্খা মোড়ে পিছন থেকে বাইকের পিছনে একটি লরি ধাক্কা মারে। বাইকে ছিলেন দুজন। ছিটকে পরে দুজনেই। তার মধ্যে আবু বক্কার লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন৷

ইকোপার্ক থানার পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ বাড়িতে একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন তিনি। বাড়িতে তাঁর বিধবা মা, স্ত্রী এবং চার মেয়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ। ঘাতক গাড়িটি আটক করলেও চালক পলাতক। পলাতক চালককে ধরার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।