DA Agitation : নেই উত্তাপ, রীতিমত সেলিব্রেশন মুডে শোকজের উত্তর দিলেন ডিএ আন্দোলনকারীরা

কেন ১০ ই মার্চ কাজে যোগ দেননি

0
59
DA agitation show cause letter

খাসডেস্কঃ সরকারকে জবাব দিতে উৎসবে গা ভাসালেন সরকারি কর্মীরা। কোথাও বাজল ঢাক তো কোথাও পালন করা হল হ্যাপি শোকজ ডে (Showcause)। কোথাও চলল মিষ্টিমুখ। কেন ১০ ই মার্চ কাজে যোগ দেননি? সম্প্রতি এই প্রশ্ন তুলে সরকারি কর্মীদের শোকজ লেটার (Showcause Letter) ধরিয়েছিল রাজ্য সরকার।

আরও পড়ুন :Digha Tourism: রাত বাড়লেই ভয়ে কাবু পর্যটকের দল, সৈকতনগরী থেকে অদ্ভুত প্রত্যাবর্তন, অভিযোগ

- Advertisement -

প্রসঙ্গত, গত ১০ মার্চ অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বহু শিক্ষকরা ডিএর (DA) দাবিতে কর্মবিরতি পালন করে ধর্মঘটে সামিল হন। তাঁদের কাছে শোকজ লেটার পাঠিয়েছিল স্কুল শিক্ষা দফতর। এবার সেই শোকজের উত্তর দিলেন শিক্ষকরা। এদিন বালুরঘাট, হিলি সহ বিভিন্ন প্রান্তের ধর্মঘটে সামিল হওয়ারা নিজেদের মধ্যে ও ডিআই অফিসে মিষ্টি বিতরণ করে ওই শোকজের উত্তর জমা দিয়েছেন।

আরও পড়ুন :Minor Rape: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে যৌন লালসার শিকার নাবালিকা, অভিযোগ  

আরও পড়ুন :Jioর নাম নিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ১৬

যদিও এদিন প্রথমে শিক্ষকদের শোকজ চিঠির (Showcause Letter) উত্তর নিতে অস্বীকার করেন অফিসের কর্মীরা। আন্দোলনকারীরা এনিয়ে অফিসে বিক্ষোভ প্রদর্শন করলে পরে বাধ্য হয়ে তা জমা নেন আধিকারিকরা। হাতে সরকারের দেওয়া শো-কজের চিঠি নিয়ে চলল অভিনব প্রতিবাদ। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে অতিরিক্ত স্কুল পরিদর্শকের দফতরে এসে শো-কজের উত্তর জমা দিয়ে গেলেন আন্দোলনকারীরা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরের সামনে থেকে পদযাত্রা করে শিক্ষক শিক্ষিকারা অতিরিক্ত স্কুল পরিদর্শকের দফতরে যান। ভয় নয়, ভীতি নয়, বরং শো-কজের চিঠি পেয়ে তারা আনন্দিত, উৎফুল্ল সরকারি কর্মীরা। হাসি মুখেই দিলেন শোকজের উত্তর। কার্যত একই ছবি দেখতে পাওয়া গেল বালুরঘাট ডিআই অফিসে (Balurghat DI Office)।