State Education: আদেশ প্রত্যাহার, রাজ্যের শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্তে খুশির হাওয়া শিক্ষা মহলে

এ নিয়ে  চলে বিক্ষোভ, মিছিল, ধরনা, ডেপুটেশন দেওয়া, আন্দোলন।

0
71
teacher increment

কলকাতাঃ  হাইস্কুল ও মাদ্রাসার প্রধানশিক্ষক-শিক্ষিকাদের (teacher)  ইনক্রিমেন্ট কেটে নেওয়ার আদেশ প্রত্যাহার করে নিল রাজ্য শিক্ষা দফতর। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন :DA Agitation : নেই উত্তাপ, রীতিমত সেলিব্রেশন মুডে শোকজের উত্তর দিলেন ডিএ আন্দোলনকারীরা

- Advertisement -

রাজ্যের হাই স্কুল ও মাদ্রাসার প্রধানশিক্ষক-শিক্ষিকাগণের একমাত্র সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস্ অ্যান্ড হেড মিস্ট্রেসস।  রাজ্যের নবনিযুক্ত প্রধানশিক্ষক-শিক্ষিকাগণের যে একটি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হত, তাঁদের পদমর্যাদা ও দায়িত্ব বৃদ্ধির জন্য,  অভিযোগ সেই ইনক্রিমেন্ট গত বছরের একটি নির্দেশ অনুযায়ী কেটে নেওয়া হচ্ছিল। দেওয়া হচ্ছিল না টাকা। এ নিয়ে  চলে বিক্ষোভ, মিছিল, ধরনা, ডেপুটেশন দেওয়া, আন্দোলন। তার পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা দফতর ওই আদেশ সংশোধন করে। প্রধানশিক্ষক-শিক্ষিকাগণের অতিরিক্ত ইনক্রিমেন্ট ফেরতের ব্যবস্থা করল। পাসাপাশি জানান হল যোগদানের দিন থেকে সহশিক্ষক-শিক্ষিকা হিসাবে  তাঁরা ২০  বছরের অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট পাবেন।

আরও পড়ুন :Digha Tourism: রাত বাড়লেই ভয়ে কাবু পর্যটকের দল, সৈকতনগরী থেকে অদ্ভুত প্রত্যাবর্তন, অভিযোগ

আরও পড়ুন :Minor Rape: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে যৌন লালসার শিকার নাবালিকা, অভিযোগ  

পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ রয়েছে তাঁদের।  ২০০৯ সালের পর থেকে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে উন্নীত হাইস্কুল ও মাদ্রাসার প্রধানশিক্ষক শিক্ষিকাগনের (teacher) অতিরিক্ত প্রদেয় ইনক্রিমেন্ট কেটে নেওয়ার সমাধান চেয়ে গণস্বাক্ষর করে বিকাশ ভবনে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে । সংগঠনের সদস্যরা আশাবাদী তাঁদের সমস্যার দ্রুত সমাধান হবে।