ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ রাজ্যের

0
36

সল্টলেক: পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি পরিমাণে আইএএস, আইপিএস আধিকারিক পেতে বদ্ধপরিকর রাজ্য সরকার। ক্ষমতায় আসার পর ২০১৪ সালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইউপিএসসি পরীক্ষার্থীদের কোচিং শুরু হয়েছিল সল্টলেকের নেতাজী সুভাষচন্দ্র বসু প্রশাসনিক ভবনে। ইউপিএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য মুখ্যমন্ত্রী এখানে আলাদা একটি বিভাগ চালু করেন। নাম দেওয়া হয় সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। আজ সূচনা হল অনলাইন স্টাডি সেন্টারের।

আরও পড়ুন, সমবায়ে বেনিয়ম, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ রাজ্যের

- Advertisement -

এদিন সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তাঁরা সকল ছাত্রছাত্রীদের সাথে ই-মাধ্যমে কথা বলেন। ইউপিএসসি পরীক্ষা সম্পর্কিত ধারণা দেন, আগামী দিনে এগোনোর পরামর্শও দেন প্রত্যেক ছাত্রছাত্রীকে। অনলাইন মাধ্যমে মোট আট সপ্তাহের ট্রেনিং চলবে। আইপিএস ও আইএএস আধিকারিকরা ক্লাস নেবেন ছাত্রদের। ইতিমধ্যেই প্রায় ১৫০০ ছাত্রছাত্রী যোগ দিয়েছেন এই স্ট্যাডি সেন্টারে।

আরও পড়ুন, ভ্যানের ওপর চাপল বাইক, তিন কিলমিটার পায়ে হেঁটে অভিনব প্রতিবাদ তৃণমূলের

দেশের অন্যতম কঠিন একটি পরীক্ষা ইউপিএসসি। মহানগর থেকে শহর হয়ে মফস্বল কিংবা গ্রামগঞ্জ। বহু ছাত্রজাত্রীই ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আইপিএস আইএএস আধিকারিক হতে চান। তবে সাধ থাকলেও সাধ্য থাকে না সবার, অর্থের অভাবে বন্ধ হয় প্রস্তুতি। মধ্যবিত্ত, গরীব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের প্রস্তুতি যাতে অর্থাভাবে থেমে না যায়, তার জন্যই ২০১৪ সালে ইউপিএসসি পরীক্ষার্থীদের সরকারি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজি সুভাষচন্দ্র বসু প্রশাসনিক ভবনেই ইউপিএসসি পরীক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য খোলা হয় সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। এখানে ন্যূনতম বেতনের বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হয় পরীক্ষার্থীদের। বহু আইপিএস আধিকারিক নিজেরা এসে ক্লাস নেন পরীক্ষার্থীদের। রাজ্য সরকারের আশা, এর ফলে সর্বভারতীয় এই পরীক্ষায় বাংলার ছেলেমেয়েরাও সফল হবে, উন্নত হবে বাংলার রাষ্ট্রকৃত্ব।

করোনা আবহে এবার শুরু হল অনলাইন কোর্সও। অনলাইন গাইডেন্সে ছাত্রছাত্রীদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সংবিধান, প্রযুক্তিবিদ্যা, সংবাদপত্র বিশ্লেষণের মতো, বিষয় পড়ানো হবে।