ফের প্রকাশ্যে গোষ্ঠী-কোন্দল, চেয়ারম্যানের অপসারণের দাবিতে সরব তৃণমূল কাউন্সিলরা

0
30
Corruption Allegation Against TMC Pradhan

খাস ডেস্ক:আসন্ন পঞ্চায়েত ভোট। আর নির্বাচনে আসন দখলে মরিয়া রাজনৈতিক দল গুলি। ইতিমধ্যেই বাংলায় জেলা গুলিতে জনসভা, দলীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সভার পাল্টা সভা, হুরকারের বদলে হুশিয়ারি, একে অপরের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীদল গুলি। এই পরিস্থিতিতে শাসক দলের (Trinamool) একের পর এক গোষ্ঠী কোন্দলের ঘটনা প্রকাশ্যে আসছে। আর যার জেরে পঞ্চায়েত ভোটের আগেই অস্বস্তিতে পড়েছে শাসক দল (Trinamool)। তবেই এই ঘটনা গুলিতে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, খড়গপুর, মেদিনীপুরের পর এবার কালনায় প্রকাশ্যে এল তৃণমূল (Trinamool) পরিচালিত পুরসভায় শাসক-দ্বন্দ্ব। পুরসভার চেয়ারম্যানের অপসারণের দাবিতে সরব হলেন ১২ জন তৃণমূল (Trinamool) কাউন্সিল। যার জেরে গতকাল অর্থাৎ বুধবার রাতে পুরসভার গেটের সামনে সাংবাদিক বৈঠক করে ক্ষোভপ্রকাশ করেন ওই তৃণমূল (Trinamool) কাউন্সিলরা।

আরও পড়ুন-Weather update: বছর শেষে কনকনে ঠাণ্ডা, বৃষ্টির পূর্বাভাস, জানুন আবহাওয়ায় পূর্বাভাস…

সাংবাদিক বৈঠক করে ক্ষোভপ্রকাশ করে ওই তৃণমূল (Trinamool) কাউন্সিলরা অভিযোগ জানান। তাদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছেন পুর চেয়ারম্যান। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে পুরসভা পরিচালনারও করছেন তিনি। সেই কারণেই ওই ১২ জন তৃণমূল (Trinamool) কাউন্সিলরা পুরসভার চেয়ারম্যানের অপসারণের দাবি তুলেছেন। যদিও এই ঘটনায় পুর চেয়ারম্যানকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ধরেননি। তবে এপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতির জানিয়েছেন, দলকে না জানিয়ে, প্রকাশ্যে প্রতিবাদ সমর্থনযোগ্য নয়। যা ব্যবস্থা নেওয়ার দল নেব।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:https://www.facebook.com/khaskhobor2020/