একটানা তল্লাশি, অবশেষে  সুবোধ অধিকারীর বাড়ি থেকে বেরল সিবিআই

0
61

হালিশহর ঃ চিটফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর (subodh adhikari) একাধিক বাড়িতে তল্লাশি। হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেফতারের পর সিবিআইয়ের নজরে তৃণমূল বিধায়ক। হালিশহর স্তাতিওন রোডে মঙ্গলদ্বীপ ভবন নামে সুবোধ অধিকারীর বাড়ি রয়েছে। সেখানে সকাল সকাল পৌঁছে যায় সিবিআই (CBI)। একই সঙ্গে তল্লাশি চালানো হয় বীজপুর বিধায়কের ভাই তথা কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়িতেও।

সুবোধ অধিকারীর পাইকপাড়ার ফ্ল্যাট, লেকটাউনের ফ্ল্যাট ও টালা পার্কের বিলাসবহুল আবাসনেও তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। একসঙ্গে ৬ টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর সুবোধ অধিকারীর সঙ্গে ব্যবসায়িক যোগ রয়েছে রাজু সাহানির। সেই সংক্রান্ত নথিও পেয়েছে সিবিআই।  এদিন তল্লাশি শেষে সুবোধ অধিকারীর মঙ্গলদ্বীপ ভবন থেকে বেরিয়ে যায় সিবি আইয়ের একটি টিম। প্রশ্ন করা হলে কার্যত মুখে কুলুপ আটকান সিবিআই কর্তারা।

- Advertisement -

সিবিআই (CBI) বেরিয়ে যাওয়ার পর মঙ্গলদ্বীপ ভবনে যান ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিক। সিবিআই কেন এসেছে একমাত্র বলতে পারবে বিজেপি। সাংবাদিকদের প্রশ্নে সাফ জবাব পার্থর।