স্বয়ং জেলা পরিষদ প্রধানের গ্রামের রাস্তার হাল বেহাল, ভোটের মুখে কোন কোন অসুবিধার কথা জানাচ্ছেন স্থানীয়রা

0
27
chakda road problem

চাকদহঃ  নদী নয় পুকুরের গর্ভে তলিয়ে গিয়েছে রাস্তা (Road)। ক্ষোভ থাকলেও ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় বাসিন্দারা। চাকদহ ব্লকের রাউতাড়ি জিপির দাসপাড়া এলাকার ঘটনা।

আরও পড়ুন :বাড়ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের প্রকোপ, উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা

- Advertisement -

পুকুরের পাশেই রাস্তা। পাড় ভাঙতে ভাঙতে তা একটু একটু করে জলাশয়ের বুকে তলিয়ে যেতে বসেছে । বার বার অভিযোগ জানান সত্ত্বেও হয়নি সুরাহা। শুধুই বয়ে গিয়েছে প্রতিশ্রুতির বন্যা। অভিযোগ স্থানীয়দের। স্কুল শিক্ষক থেকে এলাকার নিরক্ষর মানুষ জন সকলেই জানাচ্ছেন অসুবিধার কথা। বর্ষা এলে কোনটা পুকুর কোনটা রাস্তা চিনতে গিয়ে ভির্মি খেয়ে যান স্থানীয়রাও।

আরও পড়ুন :জন্মদিনের মাত্র কয়েক ঘণ্টা আগে আত্মঘাতী ছাত্রী! কেন নিজেকে শেষ করলেন বছর ২০ র কোয়েল

আরও পড়ুন :মিলল না অনুমতি, পটাশপুর থানা অভিযান ঘিরে বিজেপি নেতার গলায় অশান্তির আঁচ

বলাবহুল্য এই এলাকারই বাসিন্দা রাউতারি জিপির প্রধান ইন্দিরা দাস। দাসপাড়া গ্রামের পঞ্চায়েত সদস্য তিনি। তৃণমূল সমর্থনে গত ১৫ বছর ধরে জিপি প্রধানের পদ ধরে রয়েছেন । অথচ তাঁর গ্রামেই রয়েছে রাস্তাঘাট (Road) নিয়ে বিস্তর অভিযোগ। যদিও তাঁর মুখে উল্টো কথা শোনা গিয়েছে। তিনি দাবি করেছেন আগেও দুবার রাস্তা করা হয়েছে। পঞ্চায়েত আইনের বাইরে গিয়ে তাঁর পক্ষে গার্ডওয়াল দেওয়া সম্ভব নয়। তাই আপাতত পাইলিং করা হবে গ্রামবাসী দের ভরসার পথ।