নির্বাচনী বিধি ‘ডোন্ট কেয়ার’, দলের সিম্বল লাগিয়েই স্কুলে ঢুকে প্রচার প্রার্থীর

0
37

ভাটপাড়া: নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেই সোজা স্কুলে ঢুকে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী দেবজ্যোতি ঘোষ। এমনকি অভিভাবকদের সামনেই হাত জোর করে ভোট প্রার্থনা করতে শুরু করেন।

ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ডের নারীশিক্ষা প্রাথমিক স্কুলে আসেন তৃণমূল প্রার্থী। গলায় তেরঙ্গা উত্তরীয় ঝুলিয়ে, বুকে তৃণমূলের প্রতীক জোড়া ফুলের চিহ্ন নিয়ে সারা স্কুল স্যানিটাইজেশনের কাজে লেগে পড়েন। স্কুলের উপস্থিত অভিভাবকদের কাছে ভোটের আবেদন করেন।

- Advertisement -

আরও পড়ুন: গরু পাচারের টাকায় কি সিনেমা, জানতে অভিনেতা-সাংসদ দেবকে জেরা সিবিআইয়ের

দেবজ্যোতি ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘আমি নিজে একজন স্কুল শিক্ষক। কাল থেকে স্কুল খুলছে। আমার কাছে স্কুল স্যানিটাইজেশনের জন্য যে তালিকা দেওয়া হয়েছিল তার মধ্যে এই স্কুলটি বাদ থেকে যায়। তাই আজ সকালে এসে কাজ সম্পূর্ণ করি।’ তিনি বলেন, ওই প্রাথমিক স্কুলের শিক্ষকরাই স্যানিটাইজেশনের কথা জানিয়েছিলেন। সুত্রাং এ নিয়ে কোনও রাজনৈতিক ইস্যু তৈরি করা উচিত নয়।

আরও পড়ুন: ‘লাফিং শুভেন্দুর মডেল তৃণমূলের জন্য পয়া ও বিনোদনমূলক’: Kunal Ghosh

যদিও বিরোধী দলের এক নেতা এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। ১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বলেন, এই ঘটনা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে। একজন প্রার্থী বিধি ভেঙ্গে ভোটের প্রচার করতে পারেন না। গোটা মহামারীর সময়ে কোনও তৃণমূল ছিল না কেবল রেড ভলেন্টিয়ার্সরাই কাজ করেছে।