Breaking: সপ্তমীর সকালেই বিপত্তি, লাইনচ্যুত মালগাড়ি

0
75

খাস খবর ডেস্ক: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল রেল। সপ্তমীর সকালে পূর্ব মেদিনীপুরের রঘুনাথবাড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির বেশ কয়েকটি বগি। প্রাথমিক তদন্তে রেলের পদস্থ কর্তাদের অনুমাণ, কোনও কারণে লাইনে ত্রুটি ছিল৷ তারই জেরে ওই বিপত্তি৷

খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছাল রেলে পদস্থ আধিকারিকেরা৷ ঠিক কি ঘটেছিল, টেকনিক্যাল ফল্ট নাকি লাইনে ত্রুটি ছিল তাও খতিয়ে দেখছেন তাঁরা৷ রেলের এক পদস্থ কর্তার কথায়, ‘‘মালগাড়িটি তুলনামূলকভাবে ধীর গতিতে ছিল৷ মালগাড়ির পরিবর্তে এক্সপ্রেস কোনও ট্রেন থাকলে কি হত, সেটাই ভাবছি!’’  সাত সকালে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য থমকে যায় হলদিয়া, দিঘা রুটে ট্রেন পরিষেবা।

- Advertisement -

আরও পড়ুনঃ Durga puja 2021: রূপভেদে মা দুর্গারও নানান রূপ, এখানে মা পূজিত হন নীল দুর্গা রূপে

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮.১২ নাগাদ লাইনচ্যুত হয়ে যায় মালবাহী গাড়ির ৮টি বগি। যার জেরে ওই শাখায় আপ ও ডাউন লাইনে রেল চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে। খড়গপুর রেলের সিনিয়র আধিকারিক গজরাজ সিং জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে কমপক্ষে এক থেকে দু’ঘণ্টা।

আরও পড়ুনঃ Durga puja 2021: পুজো উদ্বোধনে এসে রথ দেখা, কলা বেচা দুইই সারলেন ‘নেত্রী’

রেল সূত্রে খবর, মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ায় কারণে রেলের মেইন লাইনে দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে আসানসোল-হলদিয়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন, বাতিল হয়েছে হাওড়া থেকে দিঘাগামী স্পেশাল এক্সপ্রেস ট্রেন।

আরও পড়ুনঃ Lakhimpur Kheri: অজয় মিশ্রের অপসারণের দাবি, প্রিয়াঙ্কার নেতৃত্বে দেশজুড়ে মৌন প্রতিবাদ কংগ্রেসের

যদিও ঘটনার তেমন কেউ আহত হয়নি। রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়ির লাইনচ্যুত বগিগুলিকে সরিয়ে রেল পরিষেবা ফের স্বাভাবিক করার চেষ্টা চলছে। পাশাপাশি, কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।