চাঁচল ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবির

0
98

নিজস্ব সংবাদদাতা, মালদহ: আর মুমূর্ষু রোগীদের রক্তের জন্য সমস্যায় পড়তে হবে না। রক্তের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করল চাঁচল ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি। এই দুই দফতরের উদ্যোগে সারা বছর প্রতি মাসে একটি করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

আরও পড়ুন হাথরসের ধর্ষিতার সঙ্গে সীতার তুলনা করায় মামলা দায়ের কল্যাণের বিরুদ্ধে

- Advertisement -

চলতি সপ্তাহের বুধবার চাঁচল ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে এমনটাই বার্তা দিলেন চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য।

এদিনের রক্তদান শিবিরে রক্ত দিয়ে শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় কুমার পাল। পাশাপাশি এই রক্তদান শিবিরে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক, আইনজীবী সহ চাঁচল মহাকুমা প্রেসক্লাবের বেশকিছু সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৫০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।