মুখ্যমন্ত্রীর পরামর্শে ঝালমুড়ি-ঘুগনি বিক্রি করার সিদ্ধান্ত BJP কাউন্সিলরদের

0
43
BJP

কালিয়াগঞ্জ: আর্থিক সংস্থানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝালমুড়ি, ঘুগনি, চা বিক্রি করার পরামর্শ দিয়েছেন। এ নিয়ে বিরোধী দলের সদস্যরা কটাক্ষ করেছেন। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ব্যঙ্গ করে এবার ঝালমুড়ি, ঘুগনি বিক্রি করতে বসলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার বিজেপি (BJP) কাউন্সিলররা।

আরও পড়ুন: কাশ্মীরে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার আল কায়েদার গোষ্ঠীর সঙ্গে যুক্ত দুই জঙ্গি

- Advertisement -

উত্তর দিনাজপুর জেলার বিজেপি (BJP) কাউন্সিলররা পুরসভার সামনে বিজেপি কাউন্সিলররা ঝালমুড়ি, ঘুগনি, চা নিয়ে বিক্রি করতে বসেন। স্থানীয় বহু মানুষ খাবারগুলি কিনে খায়। বেশ কয়েকজনকে বিনামূল্যে চা খাওয়ান তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর পরামর্শের বিরোধিতা করেই এই অভিনব কর্মসূচী বিজেপির। কাউন্সিলরদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছে কালিয়াগঞ্জের বাসিন্দাদের একাংশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ‘চাকরি না পেয়েই অন্য পেশায় গেলেও তেমন আয় নেই। ঘুগনি, ঝালমুড়ি বিক্রি করে উপার্জন ভাল হলে এই ব্যবসা শুরু করবে বলেও পরিকল্পনা অনেকের। কালিয়াগঞ্জ পুরসভার পৌরপতি জানিয়েছেন, ‘কোন কাজ ছোট নয়। তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণ। তিনি উচ্চ শিক্ষিত হয়েও চাকরি না করে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সিঙ্গারা বিক্রি করেও কর্মসংস্থান হয়। মোদীজির ওই বক্তব্যকে সমর্থন করেছিলেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাকে নিয়ে বিজেপি ব্যঙ্গ করছেন।’

আরও পড়ুন: Horoscope: অর্থলাভে ফুলে ফেঁপে উঠবে এই রাশি গুলি, জানুন রাশিফল

উল্লেখ্য, সম্প্রতি খড়গপুরের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবসমাজের উদ্দেশ্যে বলেছিলেন, সামনেই দূর্গাপুজো। বেকার যুবকরা বাড়িতে বসে না থেকে ঝালমুড়ি, ঘুগনি, চা বিক্রি করলেও কোটিপতি হওয়া যাবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP) পথে নেমে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ব্যঙ্গ করেন।’