এগরার ঘটনায় বোমা বিস্ফোরণে সিলমোহর CID-র, ১০ দিনের হেফাজত ভানু বার্গের ছেলে পৃথ্বীজিতের

0
51
CID arrest bhanu barg son in egra explosion case

এগরা: এগরায় (egra) বিস্ফোরণে বাজি নয় বোমা বিস্ফোরণে সিলমোহর সিআইডির (CID)। গ্রেফতার ভানু বার্গের ছেলে পৃথ্বীজিৎ বার্গ।  ১০ দিনের সিআইডি (CID) হেফাজত অভিযুক্তের।

আরও পড়ুন :এবার শহরের রাস্তায় ঘুরবে টয়লেট গাড়ি, সাধারণের কথা ভেবেই নয়া উদ্যোগ পুরনিগমের

- Advertisement -

শুক্রবার অভিযুক্ত  পৃথ্বীজিৎ বার্গকে কাঁথি মহকুমা আদালতে হাজির করে সিআইডি (CID)। কাঁথি আদালতের বিচারক তার জামিন নাকচ করে ১০ দিনের সিআইডি (CID) হেফাজতের নির্দেশ দেন।  অভিযুক্ত পৃথ্বীজিৎ বার্গের বিরুদ্ধে লঘু ধারা নয়,  বোমা তৈরি করা সহ একাধিক জামিন অযোগ্য ধারা যুক্ত করল সিআইডি(CID)। সূত্রের খবর বিস্ফোরণ কাণ্ডে ভানুর নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু (bhanu barg)মোটর বাইকে করে ভাইপো ইন্দ্রজিৎকে সঙ্গে নিয়ে উড়িষ্যার বালেশ্বরের দিকে যায়। এগরার খাদিকুলগ্রাম থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরে বালেশ্বর। এরপর বিস্ফোরণের দগ্ধ ভানু উড়িষ্যার কটকের রুদ্র বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সিআইডি তদন্তে নেমে ভানু ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ভানুর খোঁজে মঙ্গলবার রাতেই উড়িষ্যা হানা দেয়। সেখানে ভানুর ছবি দেখিয়ে বিভিন্ন নার্সিংহোম এবং ছোট স্বাস্থ্যকেন্দ্রেও খোঁজ চালানো হয়। এরপর বৃহস্পতিবার সকালে কটকের রুদ্র হাসপাতাল থেকে দগ্ধ অবস্থায় ভানুকে পাকড়াও করে তারা।

আরও পড়ুন :স্বাস্থ্য ভবনে চাকরি দেওয়ার নামে টাকা! চাকরিপ্রার্থীদের ফাঁদে পা দিয়ে ধরা পড়লেন প্রতারক দম্পতি

আরও পড়ুন :পিতৃ পরিচয় পেতে হলে লাগবে ২ লক্ষ টাকা! স্বামীর অদ্ভুত দাবির জেরে ৮ মাসের শিশুকন্যা নিয়ে থানার দ্বারস্থ বধূ

কাঁথি মহকুমা লিগ্যাল সেলের আইনজীবী তথা অভিযুক্ত পৃথ্বীজিৎ বার্গের আইনজীবী চন্দ্রশেখর দাস বলেন ” সিআইডি (CID) পক্ষ থেকে ১৪ দিন হেফাজত চাওয়া হয়েছিল। বিচারক ১০ দিনের হেফাজতের নির্দেশ দেন। আমার মক্কেল পুরোপুরি নির্দোষ।“