বারুদের স্তুপে বাংলা? জঙ্গলমহলে ফের অশান্তির মেঘ! – মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে সব পক্ষ

0
27
mamata banerjee on the kerala story

খাস প্রতিবেদন: আজ দুই মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর কিছুক্ষণ পরেই প্রথমে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণস্থলে পৌঁছবেন তিনি৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর থেকে মমতা কি বার্তা আনেন সেদিকে চোখ রাখছে রাজনৈতিক মহল৷ একই সঙ্গে আজ জঙ্গলমহল সফরেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷

কাকতালীয়ভাবে, মুখ্যমন্ত্রীর এই সফরের আগের দিনই শুক্রবার ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে ঘটেছে হামলার ঘটনা৷ অন্যদিকে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে না ডাকা নিয়ে এমনিতেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ এমন আবহে আদিবাসী অধ্যুষিত জঙ্গল মহল থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী কী বার্তা সামনে আনেন সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল৷ বস্তুত, পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর দুই মেদিনীপুরের এই ঝটিতি সফর যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

- Advertisement -

আরও পড়ুন: দায় ঝেড়ে ফেললেন আন্দোলনকারীরা! অভিষেকের কনভয়ে হামলার নেপথ্যে কে?

সংশ্লিষ্ট মহলের মতে, নিয়োগ দুর্নীতি সহ হাজারো কাণ্ডে কার্যত জেরবার তৃণমূল সরকার৷ এমন আবহে বোঝার ওপর শাকের আঁটির মতো যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি বাজি কারখানার হদিশ সামনে এসেছে, বিস্ফোরণে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে খাদিকুল থেকে সমাজ বিরোধী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কীবার্তা সামনে আনেন, প্রশাসনের উদ্দেশ্যেও নতুন কোনও নির্দেশ দেন কি না সেদিকে নজর রাখছে সব মহল৷

আরও পড়ুন: ‘লোকে কেন আপনাদের আক্রমণ করছে? কেন চোর বলছে?’ মমতাকে প্রশ্ন দিলীপের

অন্যদিকে ‘হাসতে থাকা’ জঙ্গলমহলে শুক্রবার অভিষেকের কনভয়ে হামলার ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্রের হাত দেখছে রাজ্যের শাসক শিবির৷ কাকতালীয়ভাবে শুক্রবার রাতেই হামলার ঘটনার দায় ঝেড়ে ফেলে পাল্টা বিবৃতিতে কুড়মি সমাজের তরফে অজিত মাহাতোর দাবি, ‘‘ শুক্রবারের ওই কর্মসূচি (অবরোধ) আদিবাসী কুড়মি সমাজ সংগঠনের ছিল না। আমরা সাংবিধানিক আন্দোলনে বিশ্বাসী৷ উগ্র আন্দোলনে নয়। আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করা হতে পারে।’’ ঘটনাচক্রে, ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অজিতও৷ হামলায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী বিরবাহা শুক্রবার রাতেই দাবি করেছিলেন, ‘‘এটার সঙ্গে বিজেপি আর সিপিএমও জড়িত।’’ বীরবাহার বক্তব্যকে সমর্থনের ইঙ্গিত মিলেছিল অভিষেকের বক্তব্যেও৷ এই ইস্যুতে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান কী বার্তা সামনে আনেন, আজ রাজনৈতিক মহলের নজর থাকবে সেদিকেও৷

আরও পড়ুন: চা বাগানের নালায় চিতা শাবকের দেহ, নেপথ্যে চোরা শিকারি?

বস্তুত, নিজেদের দাবি পূরণে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ৷ আবার জঙ্গলমহলের একাংশে বিজেপির প্রভাব বেশ চোখে পড়ার মতো৷ এমন আবহে অভিষেকের ওপর হামলা এবং দিল্লিতে নতুন সংসদ ভবনের অনুষ্ঠানে রাষ্ট্রপতির আমন্ত্রণ না পাওয়া ইস্যুকে হাতিয়ার করে জঙ্গলমহল থেকে মমতা কী বার্তা দেন, সেদিকেও নজর রাখছে সবমহল৷ বস্তুত, হামলা ইস্যুতে অভিষেক আজ নতুন করে বিরোধীদের কোনও হুঁশিয়ারি দেন কি না, সেদিকেও নজর থাকছে সব মহলের৷

আরও পড়ুন: Horoscope Today: অবিবাহিতদের বিবাহের যোগ, কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ : রইল বিস্তারিত

আরও পড়ুন: Weather Update: আজ বৃষ্টির সঙ্গে উপহার হিসেবে মিলবে শিলা, কোন কোন জেলায়, রইল বিস্তারিত