শৌচালয়ের পাশ থেকে তুলে নিয়ে গিয়ে মুখে গামছা চাপা দিয়ে পুকুর পারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

0
78
minor girl rape accused

কুলতলি :- বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের (rape) অভিযোগ । দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার ঘটনা ৷ তদন্তে নেমে মুল অভিযুক্ত সহ  তিনজনকে আটক করে কুলতলি থানার পুলিশ ।

আরও পড়ুন :নয়া সংসদ ভবন থেকে বিশেষ স্ট্যাম্প ও ৭৫ টাকার মুদ্রা প্রকাশ করলেন PM Modi

- Advertisement -

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , শনিবার মধ্যরাতে শৌচালয়ে গিয়েছিল ওই নির্যাতিতা । অভিযোগ সেইসময় তার মুখে গামছা চাপা দিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় অভিযুক্তরা ৷ সেখানে নিয়ে গিয়ে দুই যুবক জোর করে তার হাত ও পা চেপে রাখে ৷ অন্য একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ ঘটনার পর নির্যাতিতাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷

আরও পড়ুন :২ মাস ধরে চলবে শিবির, পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণ দিতে নাগপুর থেকে রাজ্যে বিশেষ দল

আরও পড়ুন :প্রাণনাশের হুমকি দিয়ে নাবালিকাকে বার বার ধর্ষণ! অভিযুক্ত বিজেপি নেতার ছেলে

রবিবার সকালে পরিবারের লোক তাকে পুকুর পারে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ৷ জিজ্ঞাসাবাদের পর ঘটনার কথা জানা যায় ৷ এই ঘটনায় নির্যাতিতার মা কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ প্রতিবেশী যুবক সঞ্জিত বাগ তাকে ধর্ষণ (rape)  করে। রণজিত ভুঁইয়া ও দুধকুমার ভূঁইয়া তাকে সাহায্য করে ৷ এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷