৭০ টাকার জন্য বৃদ্ধ ব্যবসায়ীকে ফুটন্ত গরম তেলে ফেলে দেওয়ার অভিযোগ

0
199

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: টোটো চালকের দাদাগিরি! মাত্র ৭০ টাকার জন্য এক বৃদ্ধ ব্যবসায়ীকে ফুটন্ত গরম তেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরের পোকা বাঁধ এলাকার ঘটনা। ঘটনায় বছর পঁয়ষট্টির কৃষ্ণচন্দ্র দে মোদকের শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে৷ বর্তমানে তিনি বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ৷

জখম ব্যবসায়ীর ছেলে প্রসেনজিৎ দে মোদক, স্ত্রী গায়িত্রী দে’র অভিযোগ, এলাকায় ‘ত্রাস’ হিসিবে পরিচিত জনৈক বর্ষাত খান নামে ওই টোটো চালক সম্প্রতি তাদের খাবারের দোকানে ৭০ টাকা ধার করে। এদিন সে ফের তাদের দোকানে এলে ধারের টাকা ফেরৎ চান বৃদ্ধ৷ অভিযোগ, ধারের টাকা চাওয়ায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে অভিযুক্ত টোটো চালক। এমনকি গালাগালি করতে করতেই চপ, তেলেভাজা তৈরির গরম তেলে বৃদ্ধ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দে মোদককে সে ফেলে দেয় বলে অভিযোগ৷

- Advertisement -

বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে৷ সকলেই অভিযুক্ত টোটো চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ ঘটনার তীব্র নিন্দা করেছে চক বাজার লক্ষীমাতা ষোলো আনা কমিটি। কমিটির সদস্য ষষ্ঠী দে বলেন, ‘‘বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। বিষ্ণুপুর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷’’ বর্তমানে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যবসায়ী৷ চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷

আরও পড়ুন: সংসারে অশান্তি, প্রেমে বাধা: ভাগ্য বদলের আশায় জ্যোতিষ গ্রামে উপচে পড়া ভিড়