সংসারে অশান্তি, প্রেমে বাধা: ভাগ্য বদলের আশায় জ্যোতিষ গ্রামে উপচে পড়া ভিড়

0
304

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: সংসারে অশান্তি? প্রেমে বাধা? সন্তানের ভবিষ্যৎ চিন্তা, নিজের শরীর স্বাস্থ্য ঠিক যাচ্ছে না? কিংবা বেকারত্বের সমস্যায় ভূগছেন? এসব হাজারও সমস্যা সমাধানের মুক্তির পথ খুঁজছেন? জ্যোতিষ চর্চায় অগাধ বিশ্বাস, ভরসা আর আস্থা থাকলে আপনার গন্তব্য হতে পারে ‘জ্যোতিষ গ্রাম’ হিসেবে পরিচিত বাঁকুড়ার কাপিষ্ঠাতে।

বাঁকুড়া শহর থেকে গঙ্গাজলঘাটির অমরকানন যাওয়ার পথ ধরে গেলেই সহজেই আপনি পৌঁছে যাবেন এই মুশকিল আসানের গ্রামে। এই গ্রামেরই ঘরে ঘরে রয়েছেন নামকরা জ্যোতিষীরা। বর্তমানে বিজ্ঞানের যুগেও কাপিষ্ঠা গ্রামের একটা বড় অংশের মানুষের অন্যতম প্রধান জীবিকা জ্যোতিষ চর্চা! একই সঙ্গে অন্য পেশাতে যুক্ত থাকলেও বাপ ঠাকুর্দার এই পেশাকেও সমানে আঁকড়ে রেখেছেন কেউ কেউ।

- Advertisement -

এলাকায় জনশ্রতি দৈব নির্দেশে (কেউ কেউ বলেন, এক সাধুর আদেশে) সুদূর কাশী থেকে লাল মাটির জেলার এই গ্রামে এসে পৌঁছান জনৈক রামসুন্দর দ্বিবেদি। গ্রামে এসে তিনিই প্রথম জ্যোতিষ চর্চা শুরু করেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে বংশানুক্রমে তাঁর উত্তরসূরীরা যেমন জ্যোতিষ চর্চা করে আসছেন, তেমনি নতুন করেও অনেকেই এই পেশায় নাম লিখিয়েছেন। ফলে জ্যোতিষের সংখ্যা এই গ্রামে ক্রমবর্ধমান। আর বর্তমানে এসবের দৌলতে ‘জ্যোতিষ গ্রাম’ হিসেবেই তকমা পেয়েছে কাপিষ্ঠা।

এই গ্রামে গেলে প্রথমেই নজরে পড়বে একের পর এক ‘জ্যোতিষ মন্দির’ বা জ্যোতিষ কার্যালয়’ লেখা বোর্ড। আর এই সব মন্দির আর কার্যালয়েই ভূত-ভবিষ্যৎ জানতে আর ভাগ্য বদলের আশায় ছুটে আসেন বাঁকুড়া তথা এ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যের ‘জ্যোতিষ চর্চা’য় বিশ্বাসী অসংখ্য মানুষ। জগন্নাথ মিশ্র নামে এক ব্যক্তি বলেন, ‘‘ফল পেয়েছি বলেই তো এসেছি’। ফল না পেলে কি কেউ এভাবে ছুটে আসে?’’

দীর্ঘ দিন ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত দুর্গাদাস দ্বিবেদী, দেবব্রত চট্টোপাধ্যায়রা বলেন, এখানে প্রায় ১১ হাজার মানুষের বসবাস৷ প্রায় ১৫০ বছর আগে থেকে এই গ্রামে জ্যোতিষ চর্চার শুরুয়াৎ৷ জ্যোতিষ চর্চাকে কেন্দ্র করে অন্নপূর্ণা, শিব, দুর্গা, হনুমান, ধর্মরাজের মন্দির গড়ে উঠেছে। রয়েছে বেশ কিছু প্রাচীণ পুঁথিও। সবমিলিয়ে বিজ্ঞানের যুগেও বাঁকুড়ার গ্রামে রমরমিয়ে চলছে জ্যোতিষ চর্চা৷

আরও পড়ুন: ‘গায়ে সুগন্ধি, বেডরুমে অন্য নারী’ সৌমিত্র-পার্থদের দৌলতে বিপাকে মফস্বলের বহু নেতা